বর্ষা শুরু হতেই ভূমিধসে ভয়ঙ্কর অবস্থা হল উত্তর সিকিমের লাচুংয়ে। আর তার জেরে অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। শনিবার থেকে চুংথাং–লাচুং সড়কে যান চলাচল বন্ধ। তারপর রবিবার সিকিমে অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাতিল হতে পারে উড়ান পরিষেবাও। লাচুংয়ে আটকে যাওয়া পর্যটকরা আতঙ্কে আছেন। তাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনায় নতুন করে লাচুং ভ্রমণের পারমিট দেওয়া বন্ধ রেখেছে সিকিম প্রশাসন। নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর সিকিমে ধস নেমেছে। উত্তর সিকিম যাওয়ার পথে জাতীয় সড়ক অবরুদ্ধ। পর্যটকদের গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। লাচুংয়ে কমপক্ষে দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে সূত্রের খবর। এদিকে উত্তর সিকিম যাওয়ার পথে ভূমিধস নেমেছে। পাহাড়ি রাস্তায় বড় বড় চাঁই পড়ে রয়েছে। এমনকী একাধিক রাস্তা মাঝখান থেকে ফেটে গিয়েছে। তার মধ্যেই মুষলধারে চলছে ভারী বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শনিবার থেকেই চুংথাং থেকে লাচুং যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এই পথ বন্ধই থাকবে। এই আবহে রবিবার থেকে আবার একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কয়েকদিন চলবে ভারী বৃষ্টি। সিকিমে বৃষ্টি বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। কারণ তিস্তার জলস্ফীতি চিন্তায় ফেলেছে। কারণ পাহাড়ি কন্যার জলস্তর বেড়েছে গজলডোবার পরে দোমহনি এলাকায়।
Related Posts
বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজের সার্ভার ডাউন, ব্যাহত বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা
সকাল থেকে চূড়ান্ত ভোগান্তি উইন্ডোজ ইউজারদের। কম্পিউটার খুললেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে নীল পর্দা। সেখানে বলা হচ্ছে, কম্পিউটার বা ল্যাপটপ আপডেট নিচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও কাজ করছে না তাঁদের ডিভাইস। বিশ্বজুড়ে মাইক্রোসফটের এই বিভ্রাটের জেরে ব্যাহত হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা। উইন্ডোজ জানিয়েছে, ক্রাউডস্ট্রাইক আপডেট হওয়ার কারণে এই সমস্যা। এর ফলে […]
ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্করপিও গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুঙ্গের থেকে পিরপাইন্টি যাচ্ছিলেন সবাই। এ সময় আমাপুরের কাছে ওই স্করপিও গাড়ির উপর বালিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার ঘোঘা থানা এলাকায় অবস্থিত আমাপুর গ্রামের কাছে […]
খোলা আদালতে সমকামী বিয়ে নিয়ে রিভিউয়ের শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট
ভারতে সমলিঙ্গের বিবাহে আইনি শিলমোহরের আর্জি গত বছর ১৭ অক্টোবরের এক রায়ে আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় পুনরায় বিবেচনা করার আর্জি নিয়ে এক গুচ্ছ পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই পুর্নবিবেচনাধর্মী পিটিশনের শুনানি যাতে খোলা আদালতে হয়, তার জন্য আর্জি জানিয়েছিলেন কোর্টের সিনিয়র দুই আইনজীবী নীরজ কিষেণ কউল ও অভিষেক মনু সিংভি। খোলা […]