সিকিমের লাচুংয়ে ধসে আটকে পড়ল প্রায় দেড় হাজার পর্যটক

বর্ষা শুরু হতেই ভূমিধসে ভয়ঙ্কর অবস্থা হল উত্তর সিকিমের লাচুংয়ে। আর তার জেরে অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। শনিবার থেকে চুংথাং–লাচুং সড়কে যান চলাচল বন্ধ। তারপর রবিবার সিকিমে অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাতিল হতে পারে উড়ান পরিষেবাও। লাচুংয়ে আটকে যাওয়া পর্যটকরা আতঙ্কে আছেন। তাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনায় নতুন করে লাচুং ভ্রমণের পারমিট দেওয়া বন্ধ রেখেছে সিকিম প্রশাসন। নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর সিকিমে ধস নেমেছে। উত্তর সিকিম যাওয়ার পথে জাতীয় সড়ক অবরুদ্ধ। পর্যটকদের গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। লাচুংয়ে কমপক্ষে দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে সূত্রের খবর। এদিকে উত্তর সিকিম যাওয়ার পথে ভূমিধস নেমেছে। পাহাড়ি রাস্তায় বড় বড় চাঁই পড়ে রয়েছে। এমনকী একাধিক রাস্তা মাঝখান থেকে ফেটে গিয়েছে। তার মধ্যেই মুষলধারে চলছে ভারী বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শনিবার থেকেই চুংথাং থেকে লাচুং যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এই পথ বন্ধই থাকবে। এই আবহে রবিবার থেকে আবার একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কয়েকদিন চলবে ভারী বৃষ্টি। সিকিমে বৃষ্টি বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। কারণ তিস্তার জলস্ফীতি চিন্তায় ফেলেছে। কারণ পাহাড়ি কন্যার জলস্তর বেড়েছে গজলডোবার পরে দোমহনি এলাকায়।

error: Content is protected !!