আছড়ে পড়ল শক্তিশালী সৌরঝড়! একাধিক উপগ্রহ ও বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা

ফের বিপদের সম্মুখীন হতে চলেছেন ধরিত্রীবাসী! পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আছড়ে পড়েছে। শুক্রবার তাসমানিয়া থেকে শুরু করে ব্রিটেনের আকাশে অরোরা বা মেরুজ্যোতি দেখা গিয়েছে। বিরল এই সৌরঝড় আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। এর জেরে একাধিক উপগ্রহ ও বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে‌। আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন-এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, শুক্রবার রাত ১০টার পর থেকে একাধিক করোনাল ম্যাস ইজেকশনের-এর ঘটনা ঘটেছে। সূর্য

থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সিএমই বলা হয়। পরবর্তীতে এটি সাংঘাতিক ভূ-চৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। ২১ বছর আগ অর্থাৎ ২০০৩ সালে ‘হ্যালোইন স্টর্মস’ অথবা সৌর ঝড়ে সুইডেনে ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী, সূর্য তার ১১ বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে। এই কারণে, করোনাল ম্যাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটছে, যা ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকবে। সেপ্টেম্বর ২০১৭-এর পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সবচেয়ে বড় সৌর শিখা দেখা গেছে।

error: Content is protected !!