গভীর রাতে জোড়া ভূমিকম্প কেঁপে উঠল আন্দামান ও আফগানিস্তান

 গভীর রাতে জোড়া ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের পড়শি দেশ আফগানিস্তানও কাঁপল ভূমিকম্পে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পরের তীব্রতা ছিল ৪.৩। আফগানিস্তানে রিখটার স্কেলে কম্পনের তীব্রতাও ছিল ৪.৩। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা বেজে ৫ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান সাগরের ১৩৭ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা-ও স্পষ্ট নয়। তবে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এর পর রাত রাত ২টো বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেখানেও কম্পনের তীব্রতা ছিল ৪.৩। সেখানে কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ১২০ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতের জম্মু ও কাশ্মীরেও। ২টো বেজে ৪৭ মিনিট নাগাদ কিশতওয়ার এলাকায় কম্পন অনুভূত হয়। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৩.৫। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!