ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ প্রান্ত। সেখানের কিইউশু দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। বৃহস্পতিবারের অই ভূমিকম্পের কম্পনের মাত্রা প্রাথমিকভাবে ৬.৯ জানিয়েছিল জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। পরে তা ৭.১ হয়েছে বলে জানা যায়। এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানে। সতর্কতা রয়েছে পশ্চিম মিয়াজাকিতে। জাপানের আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটি জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর পূর্ব উপকূলে প্রায় ৩০ কিলোমিটার গভীরে কেন্দ্রীভূত হয়েছিল। ইতিমধ্যেই জাপানের সরকার পরিস্থিতির দিকে নজর রাখতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এক বিবৃতিকে উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। তবে প্রাথমিকভাবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা!
