আগামীকাল বারাসত ও মথুরাপুরের ২টি বুথে পুনর্নির্বাচন, জানাল কমিশন

জানা গিয়েছে, গত ১ জুন রাজ্যে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে। অন্যদিকে উপনির্বাচন হয়েছে বরানগর কেন্দ্রে। রবিবার ছিল চূড়ান্ত ভোটদানের শতাংশ প্রকাশের দিন। তবে এদিন সন্ধেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ১৭ নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের ১২০ নম্বর দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১২০ নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্রের ১৩১ নম্বর কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আরেকটি বুথেও পুনর্নির্বাচন হবে।

error: Content is protected !!