জানা গিয়েছে, গত ১ জুন রাজ্যে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে। অন্যদিকে উপনির্বাচন হয়েছে বরানগর কেন্দ্রে। রবিবার ছিল চূড়ান্ত ভোটদানের শতাংশ প্রকাশের দিন। তবে এদিন সন্ধেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ১৭ নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের ১২০ নম্বর দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১২০ নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্রের ১৩১ নম্বর কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আরেকটি বুথেও পুনর্নির্বাচন হবে।
Related Posts
শুধু বিজেপি নয়, রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন তৃণমূলের
রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই খোদ কলকাতায় তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হচ্ছে রাম নবমীর শোভাযাত্রা। খুব তাৎপর্যপূর্ণ ব্যারাকপুর অঞ্চল। সেখানে তৃণমূল নেতাদের আয়োজনে ছোট বড় প্রায় কুড়িটি রাম নবমীর মিছিল বের হতে চলেছে । বিকেল চারটে নাগাদ ব্যারাকপুরে রামনবমীর মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আবার […]
প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ
প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]
এপারে এসেও হল না শেষরক্ষা, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আওয়ামী লিগের ছাত্রনেতা
বাংলাদেশ থেকে প্রায় ৬০০ কিলোমিটার পথ পেরিয়ে এপার বাংলায় ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ভারতে আশ্রয় নিতে এসে রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুরে বিএসএফের হাতে ধরা পড়লেন ওই ছাত্রনেতা। তাঁকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে। ধৃতকে আজ, রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়। সূত্রে খবর, ধৃতের নাম আবদুল […]