এর আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল নির্বাচন কমিশন, ভোটের মুখে এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সেন্সর’ করল কমিশন। । আগামী ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি। একইসঙ্গে চিঠিটি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ সোমবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য তাঁকে সেন্সর করা হল। বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে। সম্প্রতি সন্দেশখালি সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যার জেরে নির্বাচনী লড়াইতে কার্যত কিছুটা ব্যাকফুটে চলে যায় বিজেপি। আর এই আবহেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রকাশ্যে কুকথা বলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল ।
Related Posts
৬২৮ বছরে পা দিল মাহেশের রথ
শ্রীরামপুরের মাহেশের রথ শুধু হুগলি জেলার নয়, গোটা বাংলার কাছে পরিচিত হুগলির শ্রীরামপুরের মাহেশের রথে। এদিন সকালে গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ বের করে আনা হয় মন্দির প্রাঙ্গণের বাইরে। রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে ভক্তদের দর্শন দেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। তার আগে দুদিন ধরে চলে নবযৌবন উৎসব। প্রথা অনুযায়ী স্নান […]
নামতেই পারল না কপ্টার, খারাপ আবহাওয়ার জন্য শিলিগুড়ি পৌঁছেও অমিত শাহের দার্জিলিংয়ে সভা বাতিল
দ্বিতীয় দফার ভোটের প্রচারে বাংলায় দ্বিতীয়বার এসেও সভায় উপস্থিত থাকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবাসরীয় দুপুরে দার্জিলিংয়ের সভা বাতিল করে, শিলিগুড়ি থেকেই ফিরে গেলেন তিনি। তবে যাওয়ার আগে বার্তা দিতে ভোলেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ে পৌঁছতে না পেরে ফোন মারফত বার্তা পাঠালেন তিনি। মাইকের সামনে ফোন রেখে সেই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে […]
‘ম্যান মেড বন্যা, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’, হুগলিতে বন্যা পরিস্থিতি দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
বাংলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। তিন-চার দিনের নিম্নচাপের বৃষ্টি, তার উপর ডিভিসি-র ছাড়ার ফলে প্লাবিত বহু এলাকা। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। আজ, বুধবার, হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরশুড়ায় দ্বারকেশ্বর নদীর উপর ব্রিজের অবস্থা খারাপ। এদিন ওই এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি দেখে ফের ডিভিসির বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতি। […]