রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর ৷ অভিযোগ শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোঁড়া হয় ৷ মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রার উপর হিংসাকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন । তারপরেই এবার শক্তিপুর ও বেলডাঙার দুই ওসি’কে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিল ইসিআই ৷ শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই নির্দেশ এসেছে। কারণ হিসাবে কমিশন জানিয়েছে, ওই দুই পুলিশ কর্তাকে নির্দিষ্ট ভাবে বিশেষ দায়িত্ব দেওয়ার পরও তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই তাঁরা আর ভোটের কাজ করতে পারবেন না। একই সঙ্গে ওই দুই পুলিশকর্তার বদলি হিসাবে তিন জন দক্ষ অফিসারের নামও পাঠাতে বলেছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে এই চিঠি এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কমিশন চিঠিতে বলেছে, অবিলম্বে ওই দুই পুলিশকর্তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেই এঁদের বদলি অফিসারের নাম পাঠানোর দায়িত্বও দেওয়া হয়েছে। গত সপ্তাহে শক্তিপুর এবং বেলডাঙায় যে অশান্তি হয়েছিল, তার জন্য এই দুই পুলিশকর্তার কর্তব্যে গাফিলতিই দায়ী বলে জানিয়েছে কমিশন। এই কারণেই দুই পুলিশকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। কমিশন জানিয়েছে, ‘শাস্তি’ হিসাবেই আপাতত এই দুই পুলিশ কর্তা জেলার পুলিশ হেড কোয়ার্টারে থাকবেন। নির্বাচন সংক্রান্ত কোনও কাজই তাঁরা করতে পারবেন না। এঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করে শনিবার বেলা ১১টার মধ্যে কমিশনকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে সম্পূর্ণ নির্দেশ কার্যকর হয়েছে।
Related Posts
‘৪ জুনের পরেই অ্যাকশন আরও তীব্র হবে’, দুর্নীতি ইস্যুতে হুঙ্কার প্রধানমন্ত্রী মোদি
পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷ তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ […]
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ক্ষেপনাস্ত্রের মহড়া
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সহ প্রশিক্ষণ মহড়া করল ভারতীয় সেনাবাহিনীর। গুয়াহাটিতে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সমগ্র পূর্বাঞ্চলীয় কমান্ডের মেকানাইজড ও ইনফ্যান্ট্রি ইউনিটের মিসাইল ফ্যায়ারিং ডিটাচমেন্ট এখানে অংশ নিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি সচল ও স্থির লক্ষ্যবস্তুতে বিভিন্ন অবস্থান থেকে গোলাগুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই মহড়ায়। এতটা উচ্চতায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল […]
‘রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল’, বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির
ভোট প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বাংলার বালুরঘাটে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় তিনি রাজ্যের টিএমসি সরকারের সমালোচনা করেন। মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছিলেন যে মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেয় কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে, যা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়। তিনি বলেন, দেশে […]