তামিলনাড়ুতে জনসভায় গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুঁড়লেন রাহুল গান্ধী। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, ইডি, সিবিআই, আয়কর দফতরকে বার বার ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। এমনকী নির্বাচন কমিশনারকেও পছন্দ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নির্বাচনের মাত্র ২ মাস আগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হয় বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রদের গ্রেফতার করা হচ্ছে বিরোধী নেতাদের দেওয়া হচ্ছে হুমকি।রাহুলের অভিযোগ, ভারতবর্ষে থেকে এ দেশের ৩-৪ জন ধনকুবের শুধুমাত্র সুবিধা ভোগ করছেন। বন্যা ত্রাণের জন্য তামিলনাড়ু যখন অর্থ চাইল, তখন এই রাজ্যকে খালি হাতে ফেরানো হল। মৎস্যজীবীদের সাহায্যের জন্য অর্থের দাবি করা হলেও, কেন্দ্রীয় সরকারের তরফে কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।পাশাপাশি যন্তরমন্তরে তামিলনাড়ুর কৃষকদের নিয়ে যাওয়া হল কিন্তু তাঁরা কিছু পাননি বলে সুর চড়ান রাহুল গান্ধী।
Related Posts
অন্ধ্রপ্রদেশে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করে টাকা-গয়না লুটের অভিযোগ, ধৃত ৩ মহিলা ‘সিরিয়াল কিলার’
প্রথমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ভাব জমাতেন। তারপর আড্ডার ফাঁকে খাওয়াতেন সায়ানাইড মিশ্রিত পানীয়। সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়তেই টাকাপয়সা, গয়না লুট করে চম্পট। এভাবেই দিনের পর দিন সিরিয়াল কিলিং চলছিল অন্ধ্রে। অবশেষে পুলিশের জালে তিন মহিলা। অন্ধ্রপ্রদেশে তেনালি জেলায় একের পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে […]
রাম মন্দিরের ছাদ বেয়ে গর্ভগৃহে ঢুকছে জল! দাবি খারিজ ট্রাস্ট কর্তৃপক্ষের
গত জানুয়ারি মাসেই অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কয়েক মাস যেতে না যেতেই অভিযোগ উঠেছে, রাম মন্দিরের ছাদ ছুঁয়ে নাকি জল পড়ছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস নিজে এই অভিযোগ করেছিলেন। এরই মাঝে আবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয়েছিল, রামমন্দিরের গর্ভগৃহ […]
উধমপুরে নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, আমরা জম্মু ও কাশ্মীরের ৬০ বছরের সমস্যার সমাধান করেছি। আমাদের সরকার চ্যালেঞ্জগুলোকে চ্যালেঞ্জ করেছে। প্রধানমন্ত্রী মোদি এও বলেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং পাথর নিক্ষেপ এখন আর সমস্যা নয়। তিনি বলেন যে কংগ্রেস এখানে ক্ষমতার জন্য […]