পঞ্জাবে ইডির অভিযানে উদ্ধার সাড়ে ৩.৫ কোটি টাকা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটের আগে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি বড় পদক্ষেপ করেছে। অবৈধ খনির মামলায়, ইডি পঞ্জাবের রোপার (রূপনগর) জেলার ১৩টি স্থানে অভিযান চালিয়েছে, যেখান থেকে তারা নগদ ৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে। ইডির অভিযান এখনও চলছে এবং ইডি আরও নগদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য অনুসারে, রোপারের আশেপাশের এলাকায় এবং ইডি কর্তৃক বাজেয়াপ্ত করা জমিতে অবৈধ খনন করা হচ্ছে। কুখ্যাত ভোলার মাদক মামলায় এই জমিটি ইডি সংযুক্ত করেছিল। পিএমএলএ বিশেষ আদালতে ভোলার মাদক মামলার শুনানি জটিল পর্যায়ে রয়েছে। এর মধ্যে নসীব চাঁদ (মাইনিং মাফিয়া), শ্রী রাম স্টোন ক্রাশার এবং আরও অনেকে রয়েছে। এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে মোট সাড়ে তিন কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

error: Content is protected !!