রোজভ্যালির পরে এবার রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি

কলকাতায় ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি । ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়িয়েছিল। এবার রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল  ইডি। সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এরপর সেই একই মামলায় নাম জড়াল অভিনেত্রীর।

error: Content is protected !!