কলকাতায় ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি । ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়িয়েছিল। এবার রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এরপর সেই একই মামলায় নাম জড়াল অভিনেত্রীর।
Related Posts
মুক্তি পেল মনোজ বাজপেয়ীর শততম ছবি ‘ভাইয়া জি’-এর ট্রেলার
মুক্তি পেল মনোজ বাজপেয়ী অভিনীত শততম ছবি “ভাইয়া জি”-র ট্রেলার। অ্যাকশন-প্যাকড ট্রেলারে বাজপেয়ীর পাশাপাশি, ছবিতে সুবিন্দর পাল ভিকিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া ছবিতে জোয়া হোসেন, ভিপিন শর্মা এবং যতীন গোস্বামী মুখ্য ভূমিকায় রয়েছেন। আগামী ২৪মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
কেরলে মালয়ালাম সিনেমার শুটিং-এ ব্যস্ত সানি লিওন
অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এবার তিনি কেরলে একটি মালয়ালম ছবির শুটিং করছেন৷ শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে কলাকুশলীদের মধ্যে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে একটি গোলাপী রঙের শার্ট ও ডেনিম শর্টসে দেখা যাচ্ছে। View this post on Instagram A post shared by Awesome TV (@awesomeitv)
কৃষকদের ‘খালিস্তানি’ বলার শাস্তি দিতেই বিমানবন্দরে কঙ্গনাকে কষিয়ে ‘চড়’ মারলেন মহিলা সিআইএসএফ জওয়ান
দিল্লি ঘেরাও করেছিলেন কৃষকরা। সেই কৃষকদের খালিস্তানি বলে তোপ দেগেছিলেন কঙ্গনা রানাওয়াত। কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সজোরে জবাব দিলেন সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার সাংসদ হিসাবে প্রথমদিন দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। সেই সময় চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান কষিয়ে থাপ্পড় মারেন কঙ্গনাকে। জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির […]