উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। মাঝরাতে ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৮ সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও এক সদস্য। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হারদৌয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। অত্যধিক পরিমাণ বালি বোঝাই করা ছিল তাতে। এর জেরে আচমকা নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাকটি উল্টে পড়ে কয়েকজন ঘুমন্ত ফুটপাথবাসীর উপর। তাতেই চাপা পড়েন এক পরিবারের ৯ সদস্য। ট্রাকটি সরিয়ে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
Related Posts
যোগী-মোদি ম্যাজিক ফিকে! উত্তরপ্রদেশে বড় চমক, ইন্ডিয়া জোটের এগিয়ে ৪৩ আসনে
মঙ্গলবার সকাল থেকে গোটা দেশের নজর ভোটগণনার দিকে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দেখা গিয়েছে এনডিএ-কে দুরন্ত চ্যালেঞ্জ দিয়েছে ইন্ডিয়া। তবে সব থেকে বেশি চমকে দিয়েছে উত্তরপ্রদেশ। ২০১৯ লোকসভা নির্বাচনে ৮০ আসনের মধ্যে ৬২টি আসনই পেয়েছিল এনডিএ। কিন্তু এবারের অঙ্ক একেবারে বিপরীতে। দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ইন্ডিয়া জোট এগিয়ে ৪৩ আসনে। এনডিএ সেখানে রয়েছে ৩৬-এ। […]
মণিপুরে ফের হিংসা, গ্রেফতার মাস্টারমাইন্ড
মণিপুরের জিরিবাম জেলায়, এক মেইতি প্রবীণকে হত্যার প্রতিবাদে এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলায় কারফিউ জারি করা হয়েছে। মেইতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন কুকি জঙ্গিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এনআইএ জানিয়েছে যে মণিপুর সহিংসতার মূল মাস্টারমাইন্ড, থংমিনথাং হাওকিপ ওরফে থাংবোই হাওকিপ ওরফে রজারকে 6 জুন ইম্ফল […]
আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানের ব্যারাকে সিবিআই
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে শনিবার কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে যায় সিবিআই ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ওই ব্যারাকেই মাঝেমধ্যে থাকতেন বলে আগেই জানা গিয়েছিল ৷ সেই নিয়ে বিস্তারিত তথ্য জানতেই সেখানে তদন্তকারীরা হাজির হয়েছেন বলে সিবিআই সূত্রে খবর ৷ গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই-কে এই […]