উত্তরপ্রদেশে ঘুমন্ত ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক, মৃত ৮

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। মাঝরাতে ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৮ সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও এক সদস্য। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হারদৌয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। অত্যধিক পরিমাণ বালি বোঝাই করা ছিল তাতে। এর জেরে আচমকা নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাকটি উল্টে পড়ে কয়েকজন ঘুমন্ত ফুটপাথবাসীর উপর। তাতেই চাপা পড়েন এক পরিবারের ৯ সদস্য। ট্রাকটি সরিয়ে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।

error: Content is protected !!