বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ৷ পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় কেদারনাথ ধামে জরুরি অবতরণ করল হেলিকপ্টার৷ রেডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান বলে জানা গিয়েছে ৷ যেখানে অবতরণ করা হয়েছিল সেখানে একটি নিকাশি নালা ছিল ৷ তবে এই ঘটনায় পাইলটের বুদ্ধিমত্তায় কেদারনাথে বড় দুর্ঘটনা এড়ানো গেল বলে মনে করা হচ্ছে ৷ হেলিকপ্টারে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷ উত্তরাখণ্ডে এবছরের চারধাম যাত্রা চলছে । কেদারনাথ ধামের জন্য তীর্থযাত্রীদের নিয়ে ঘনঘন বিমান পরিষেবাও দেওয়া হচ্ছে । প্রতিদিন বহু সংখ্যক হেলিকপ্টার তীর্থযাত্রীদের নিয়ে কেদারনাথে যাতায়াত করছে । সূত্রের খবর, শুক্রবার সকালে কেদারনাথ ধামের মাত্র ১০০ মিটার আগে পাহাড়ের উপর ক্রিস্টাল এভিয়েশনের হেলিকপ্টারের রেডারটি ক্ষতিগ্রস্ত হয় । সেই কারণে জরুরি অবতরণ করতে হয়েছে । পাইলট কল্পেশ নিরাপদ জরুরি অবতরণ করে যাত্রীদের জীবন রক্ষা করেন ৷ হেলিকপ্টারে 6 জন যাত্রী ছিলেন ৷ পাইলট-সহ সব যাত্রী অল্পের জন্য নিরাপদে অবতরণ করে রক্ষা পান । ক্রিস্টাল এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার শেরসি হেলিপ্যাড থেকে কেদারনাথ ধামে আসার সময় পাইলট সহ ৬ জন যাত্রী কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় । এর জেরে কেদারনাথ ধামের হেলিপ্যাডের প্রায় ১০০ মিটার আগে সকাল ৭টা নাগাদ হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল ।
Related Posts
দিল্লির IAS কোচিং সেন্টার কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩, বিক্ষোভ জারি
দিল্লির ওল্ড রাজেন্দর নগর এলাকায় আইএএস কোচিং সেন্টারের বেসমেন্ট থেকে একের পর এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। জল ঢুকেছিল কোচিং সেন্টারেও। সেখান থেকেই বিপত্তি। এনডিআরএফের উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত দুই ছাত্রী এবং একজন ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দিল্লি পুলিশ ফৌজদারি মামলা দায়ের করেছে […]
হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২, আয়োজকদের বিরুদ্ধে FIR, নাম নেই ভোলে বাবার
উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২২ জন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত ২৮ জন প্রাণ হারান ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, […]
‘বারবার পাল্টি খাওয়া চলবে না’, নিট মামলায় NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোর্টের
নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক অব্যাহত। কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন জানায়, কোনও পদ্ধতিগত ত্রুটির কারণে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA)। এবার থেকে NTA-র যাবতীয় […]