ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত, ৭টি গ্রাম খালি করার নির্দেশ

ইন্দোনেশিয়ার ফের জেগে উঠল মাউন্ট ইবুর আগ্নেয়গিরি! আশে পাশের ৭ টি গ্রাম খালি করার নির্দেশ। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, এদিন ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপ হালমোহরাতে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ধূসর ছাই  রঙ্গে ছেয়ে গেছে  আকশ।  আকাশের বুকে ছড়িয়ে থাকা দীর্ঘ ছাইয়ের সারি দেখে আতঙ্কিত নেটিজেনরা। শনিবার রাত থেকেই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।  

error: Content is protected !!