শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত লাউঞ্জ বারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ৷ সম্প্রতি এই ছবির টিজারও প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা। তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি। প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
Related Posts
প্রয়াত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও
প্রয়াত হলেন মিডিয়া ব্যক্তিত্ব এবং রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও। শনিবার ভোর ৪.৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দ্রাবাদের স্টার হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৫ জুন থেকে আইসিইউতে ভর্তি ছিলেন রামোজি। তিনি হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। রামোজি রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে রাখা হয়েছে। এখানে তার পরিবার, […]
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। প্রচণ্ড গরমে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা। সঙ্গে সঙ্গে শাহরুখকে গুজরাতের আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমের জেরেই শাহরুখ হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন বলে জানা যায়। গত দুইদিন ধরেই আমদাবাদে রয়েছেন শাহরুখ। মঙ্গলবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক […]
টুলুস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ’12th Fail’
বিধু বিনোদ চোপড়া পরিচালিত বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত ’12th Fail’ ছবিটি টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালের ৯তম সংস্করণে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ছবির প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার টিম এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করে লেখা হয়েছে, ’12th Fail টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমা বিভাগে সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে। এই ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ। […]