ভোট শুরুর আগেই অশান্তি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে৷ সূত্রের খবর, ভোট শুরু হওয়ার মাত্র ২০ মিনিট আগেই জয়নগর লোকসভার কুলতলিতে মারাত্মক কাণ্ড। ইভিএম, ভিভিপ্যাট ফেলা হল পুকুরের জলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসী। বিজেপির অভিযোগ, সমস্ত ঘটনার পিছনে দায়ী স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ ইভিএম পুকুরে ফেলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে৷
Related Posts
রবিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’!
আগামী রবিবারই অতি শক্তশালী ঘূর্ণিঝড় ‘রিমল’-র ল্যান্ডফলের বা আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে ঝড়ের অভিমুখ হতে পারে। ভারতের মৌসম ভবন নিশ্চিত করে না জানালেও বিশ্বের মডেলগুলি সেই ইঙ্গিত দিচ্ছে অভিমুখ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপকূলে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য […]
বেলুড়ে গঙ্গার উথাল-পাথাল ঢেউ, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, ভাইরাল ভিডিও
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার। উথাল-পাথাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]