দিবাস্বপ্নে বাদ সাধলেন প্রাক্তন সিবিআই কর্তা। নরেন্দ্র মোদিকে দেশের বোঝা হিসেবে চিহ্নিত করলেন এক সময়ে তাঁরই গভীর আস্থাভাজন শীর্ষ আধিকারিক। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসার স্বপ্নে যখন বিভোর নরেন্দ্র মোদি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন একদা তাঁরই ঘনিষ্ঠ সিবিআইয়ের প্রাক্তন কর্তা এম নাগেশ্বর রাও ! মোদিকে দেশের বোঝা বলে কটাক্ষ করে প্রাক্তন এই সিবিআই কর্তার দাবি, লোকসভায় ৪০০ আসন দূর অস্ত, এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পাবে না বিজেপি। মোদি-অমিত শাহের একদা ঘনিষ্ঠ এই প্রাক্তন আধিকারিক এক্স হ্যান্ডেলে দাবি করেন, বিজেপি কিছুতেই ২২৭ আসনের বেশি লোকসভা নির্বাচনে পাবে না। ওড়িশা ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার এম নাগেশ্বর রাও সিবিআইতে যোগ দেন ২০১৬ সালে। কেন্দ্রীয় এই এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর পদে তিনি ছিলেন ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তাঁকে সিবিআইয়ের মাথায় বসান মোদি-শাহ। তারপরেই মোদি ঘনিষ্ঠ সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তকারী ১৩ জন অফিসারকে সরিয়ে দেন নাগেশ্বর । তাতেই বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়। চব্বিশের ভোটপর্বে তিনি ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় গেরুয়া শিবিরের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। বাড়ছে হৃদস্পন্দন।
Related Posts
দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হয়েছে, অভিযোগ প্রিয়াঙ্কার
দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল ৷ সেগুলিকে ইচ্ছাকৃত দুর্বল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আর এক্ষেত্রে নাম না-করে, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতাকে দুর্বল করে দেওয়ার অভিযোগ করলেন তিনি ৷ তাঁর বক্তব্য, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানুষ ইলেক্টোরাল ভোটিং মেশিন বা ইভিএম-কে […]
🔴LIVE: বাজেট ২০২৪
সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিইউইটি-ইউজি’র ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)-ইউজি’র ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ ছাত্রছাত্রীরা এই official website- exams.nta.ac.in/CUET-UG/ তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ-ইন করে ছাত্রছাত্রীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ এনটিএ গত ৭ জুলাই সিইউইটি-ইউজি ২০২৪-এর ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করেছিল ৷ ১০০০-এরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া […]