‘দেশের বোঝা নরেন্দ্র মোদি, জুটবে না গরিষ্ঠতাও’, বিস্ফোরক দাবি প্রাক্তন ঘনিষ্ঠ সিবিআই কর্তার

দিবাস্বপ্নে বাদ সাধলেন প্রাক্তন সিবিআই কর্তা। নরেন্দ্র মোদিকে দেশের বোঝা হিসেবে চিহ্নিত করলেন এক সময়ে তাঁরই গভীর আস্থাভাজন শীর্ষ আধিকারিক। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসার স্বপ্নে যখন বিভোর নরেন্দ্র মোদি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন একদা তাঁরই ঘনিষ্ঠ সিবিআইয়ের প্রাক্তন কর্তা এম নাগেশ্বর রাও ! মোদিকে দেশের বোঝা বলে কটাক্ষ করে প্রাক্তন এই সিবিআই কর্তার দাবি, লোকসভায় ৪০০ আসন দূর অস্ত, এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পাবে না বিজেপি। মোদি-অমিত শাহের একদা ঘনিষ্ঠ এই প্রাক্তন আধিকারিক এক্স হ্যান্ডেলে দাবি করেন, বিজেপি কিছুতেই ২২৭ আসনের বেশি লোকসভা নির্বাচনে পাবে না। ওড়িশা ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার এম নাগেশ্বর রাও সিবিআইতে যোগ দেন ২০১৬ সালে। কেন্দ্রীয় এই এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর পদে তিনি ছিলেন ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তাঁকে সিবিআইয়ের মাথায় বসান মোদি-শাহ। তারপরেই মোদি ঘনিষ্ঠ সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তকারী ১৩ জন অফিসারকে সরিয়ে দেন নাগেশ্বর । তাতেই বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়। চব্বিশের ভোটপর্বে তিনি ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় গেরুয়া শিবিরের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। বাড়ছে হৃদস্পন্দন।

error: Content is protected !!