কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত। পকসো মামলায় কর্নাটকের প্রাক্তন মুুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ১৭ বছরের এক নাবালিকা এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়। বৃহস্পতিবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। সিআইডির বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে। প্রয়োজন মনে করলে অভিযুক্তকে তাঁরা গ্রেফতারও করবে।’ বর্তমানে বেঙ্গালুরুতে নেই ইয়েদুরাপ্পা। তিনি দিল্লিতে থাকায় ফিরে গিয়ে তদন্ত প্রক্রিয়ায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিআইডি। তবে তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি। ইতিমধ্যেই কর্নাটক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
Related Posts
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, মৃত ৩, ঘর ছাড়া প্রায় ২০০০ মানুষ!
সোমবার থেকে প্রবল বৃষ্টিপাতে গুজরাতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টিতে নিখোঁজ সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গুজরাতের নিচু এলাকা থেকে কয়েকশ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই মতই গুজরাতের বেশ কিছু এলাকায় ভারী […]
আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন, বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধীদের
জমি কেলেঙ্কারি দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন। জেল থেকে ফিরে আসার পর জোটের শরিক দলগুলি তাঁর উপরেই আস্থা রাখায় ৪ জুলাই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত। তবে শপথ গ্রহণের পরেও, হেমন্তকে মুখমুখি হতে হয়েছে আস্থা ভোটের। তবে আস্থা ভোটের কোন অঘটনের কোনও সম্ভাবনাই ছিল না। তাই বিধানসভায় আস্থাভোটে সহজ জয় ছিনিয়ে নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে […]
কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮
ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই […]