ফের চরম দুর্ভোগে পড়তে চলেছে রেলযাত্রীরা। টানা ১০ দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ, খড়গপুর ডিভিশনে বাতিল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে চলবে নন ইন্টারলকিং-এর কাজ। সেজন্যই বাতিল করা হল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বুধবার খড়ডপুর ডিভিশন সূত্রে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রি নন-ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে যথাক্রমে ২২ জুন থেকে ২৮ জুন এবং ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এই কাজ চলাকালীন (২২ জুন-১জুলাই) মেদিনীপুর-হাওড়া লোকাল-সহ খড়গপুর ডিভিশনের মোট ১৬৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। সেই তালিকায় আছে ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, আরণ্যক, কাণ্ডারী, শতাব্দীর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও।
Related Posts
হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২, আয়োজকদের বিরুদ্ধে FIR, নাম নেই ভোলে বাবার
উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২২ জন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত ২৮ জন প্রাণ হারান ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, […]
অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, শহিদ ২ জওয়ান, আহত ৩
জম্মু – কাশ্মীরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই জওয়ান। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অনন্তনাগে। গুলির লড়াইয়ে আহত আরও তিনজন। আহতরা ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ততনাগের কোকেরনাগের গভীর জঙ্গলে। জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ এবং সেনাবাহিনী। আচমকা শুরু হয় গুলির লড়াই। শনিবার রাত পর্যন্ত চলে […]
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, মৃত ৩, ঘর ছাড়া প্রায় ২০০০ মানুষ!
সোমবার থেকে প্রবল বৃষ্টিপাতে গুজরাতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টিতে নিখোঁজ সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। গুজরাতের নিচু এলাকা থেকে কয়েকশ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই মতই গুজরাতের বেশ কিছু এলাকায় ভারী […]