ছেলেকে সাঁতার কাটা শেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পুকুরের জলে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকার। মৃত বাবা, গোবিন্দ নাগ, বয়স ৩০ বছর, ছেলে গৌরব নাগের বয়স ৭ বছর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ নাগ এলাকার একজন নামকরা রাঁধুনী ছিলেন। রবীন্দ্রনগর কালিতলায় সমর হালদারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ কাজ থেকে ফিরে ছেলে গৌরবকে পাশের পুকুরে সাঁতার শেখাতে নিয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে এলাকার লোকজন। পুকুরের ধারে জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুকুরে তল্লাসী শুরু করে স্থানীয়রা। খবর যায় পুলিশে। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতে পুকুরে তল্লাসী জোরদার করে। রাত ১১টা নাগাদ বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় চুঁচুড়া থানার পুলিশ। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য পরিতোষ মজুমদার বলেন, বাবা ছেলেকে নিয়ে পুকুরে নেমেছিল তখন ঘাটে কয়েকজন দেখেছে। তবে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজা হয়। দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।স্থানীয়দের অনুমান, শিশুটির বাবা মদ্যপান করেছিলেন।
Related Posts
শোকজের পর এবার সেন্সর, ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এর আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল নির্বাচন কমিশন, ভোটের মুখে এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সেন্সর’ করল কমিশন। । আগামী ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি। একইসঙ্গে চিঠিটি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ সোমবার বিকেল ৫টা থেকে […]
‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’, সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দুর
একের পর এক নির্বাচনে ভরাডুবির পর, সদ্য সমাপ্ত উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলায় জোড়াফুলের কাছে চার শূণ্যে গো হারান হেরেছে পদ্ম শিবির। এরপরেই বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। একদিক যখন ক্রমশ পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে বিজেপি, তখনই দলের অভ্যন্তরেও চলছে হারের দায় কে নেবে তা নিয়ে ঠেলাঠেলি। এই প্রেক্ষাপটেই মোদির স্লোগান ‘সবকা সাথ, সবকা […]
‘রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল’, বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির
ভোট প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বাংলার বালুরঘাটে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় তিনি রাজ্যের টিএমসি সরকারের সমালোচনা করেন। মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছিলেন যে মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেয় কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে, যা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়। তিনি বলেন, দেশে […]