ছেলেকে সাঁতার কাটা শেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, হুগলিতে জলে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের

ছেলেকে সাঁতার কাটা শেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পুকুরের জলে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকার। মৃত বাবা, গোবিন্দ নাগ, বয়স ৩০ বছর, ছেলে গৌরব নাগের বয়স ৭ বছর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ নাগ এলাকার একজন নামকরা রাঁধুনী ছিলেন। রবীন্দ্রনগর কালিতলায় সমর হালদারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ কাজ থেকে ফিরে ছেলে গৌরবকে পাশের পুকুরে সাঁতার শেখাতে নিয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে এলাকার লোকজন। পুকুরের ধারে জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুকুরে তল্লাসী শুরু করে স্থানীয়রা। খবর যায় পুলিশে। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতে পুকুরে তল্লাসী জোরদার করে। রাত ১১টা নাগাদ বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় চুঁচুড়া থানার পুলিশ। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য পরিতোষ মজুমদার বলেন, বাবা ছেলেকে নিয়ে পুকুরে নেমেছিল তখন ঘাটে কয়েকজন দেখেছে। তবে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজা হয়। দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।স্থানীয়দের অনুমান, শিশুটির বাবা মদ্যপান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!