অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এফআইআর গ্রহণ করল বিধাননগর উত্তর থানা। আর সেই এফআইআর-এ নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন পার্থ। এবার তারই মধ্যে নতুন করে রাজ্যের এফআইআর-এ নাম যুক্ত হল পার্থ চট্টোপাধ্যায়ের। উল্লেখযোগ্য বিষয় হল, এফআইআর-এ যুক্ত করা হল প্রিভেনশন অফ কোরাপশান অ্যাক্ট। অর্থাৎ এর ফলে পরবর্তী কালে, ইডি প্রয়োজন মনে করলে এই মামলায় ইসিআইআর দায়ের করতে পারে। বস্তুত এই প্রথম কোনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে এফআইআর দায়ের করা হল। আর স্কুল শিক্ষা দফতরের সেই এফআইআর-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত হল। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই এফআইআর-এ নাম রয়েছে পাহাড়ের নেতা বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ শাসক দলের বেশ কিছু নেতানেত্রীদের।পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিঠির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন এর আগে জানানো হলেও তাতে বিধাননগর উত্তর থানা গুরুত্ব দিচ্ছিল না বলে অভিযোগ। এই চিঠির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব আদালত সিবিআইয়ের হাতে তুলে দেয়।
Related Posts
অনুব্রত হীন বীরভূম ও বোলপুর দুই আসনই রইল তৃণমূলের দখলে, জয়ী শতাব্দী রায় ও অসিত মাল
জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাতেও কুছপরোয়া নেই। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল। বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূম। সহজেই বীরভূমে জিতেছেন সাংসদ শতাব্দী রায়। আর বোলপুরে বিপুল ব্যবধানে জিতেছেন অসিত মাল। এই নিয়ে চতুর্থবার সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত জেলে যাওয়ার পর একটা ‘কিন্তু’ দেখা দিয়েছিল। অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়ে […]
প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গাড়ি
শনিবার সন্ধেয় দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি। তবে ঘটনায় আহত হননি তিনি। বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান সৌগত। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোদপুরের এইচবি টাউনের সামনে। প্রচার সেরে ফিরছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আচমকা একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে তাঁর গাড়ির পিছনে। দুর্ঘটনায় তাঁর চোট লাগেনি। কিছুক্ষণের […]
বিশ্বভারতীতে ভিন রাজ্যের ছাত্রীর বিষ খেয়ে আত্মহত্যা! অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা
বিশ্বভারতীতে ভিন রাজ্যের আবাসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আম্রপালি ছাত্রী নিবাসে আত্মহত্যা করেন ওই ছাত্রী ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে ছাড়া ছাত্রী নিবাসে প্রবেশের অভিযোগ উঠেছে শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে ৷ এই অভিযোগে মধ্যরাত পর্যন্ত পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে অতিরিক্ত জেলা পুলিশ সুপার এসে […]