মমতার মন্তবের জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী। দিল্লির পুলিস কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। মমতার বিরুদ্ধে ১৫২, ১৯২, ১৯৬, ৩৫৩ ধারায় অভিযোগ এনেছেন বিনীত। বিনীত জিন্দাল বলেন, টিএমসির ছাত্র সংগঠনের সভায় ভাষণ দিতে গিয়ে বহু উস্কানিমূলক কথা বলেছেন। মমতার ওই বক্তব্য দেশের অখণ্ডতা ও সম্প্রতির বিরোধী। এই মর্মে দিল্লির পুলিস কমিশনারের কাছে একটি চিঠি লিখেছি। ওই চিঠিতে আমি দাবি করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহ, লোককে উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হোক। পাশাপাশি এনিয়ে ব্যবস্থা নেওয়া হোক। মমতার বিরুদ্ধে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরজি করের ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তিনি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ধর্ষণের ঘটনার কথা টেনে আনেন। পাশাপাশি তিনি আরও বলেন, ‘কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্ব-ও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড-ও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব’।
Related Posts
ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং
এয়ার মার্শাল অমর প্রীত সিং হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১৯৮৪ সালের ডিসেম্বর […]
কেরলে ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০০, আহত শতাধিক
কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷
দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ
দেশজুড়ে শুরু হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হল সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৮টি কেন্দ্রে। এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। প্রত্যেক দফার মতো এই দফাতেও নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের উপর। ষষ্ঠ দফার নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে […]