দিল্লি রোডের পাশে ডানকুনি মোল্লাবেরে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন । বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন ৷ অবস্থা বেগতিক দেখে পরে ডেকে পাঠানো হয় আরও তিনটি ইঞ্জিন ৷ সবমিলিয়ে ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ জানা গিয়েছে, মোল্লাবেরে রুদ্র সিন্ডিকেট নামে এই গোডাউনে চলত। এক শিফটের কাজ হত এখানে। প্রায় ২৫-৩০ন কর্মী কাজ করতেন ৷ তাঁরা প্রথম ধোঁয়া বের হতে দেখেন গোডাউন থেকে ৷ আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসেন এবং খবর দেন গোডাউন কর্তৃপক্ষ, পুলিশ ও দমকলে ৷ ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত পৌঁছয় দমকল বাহিনী ৷ গোডাউনের এক কর্মী আশিস কর বলেন, “এটা ওষুধের গোডাউন । এখান থেকেই ওষুধ ডিস্ট্রিবিউটরদের সরবরাহ করা হত। মানুষের ওআরএস থেকে পশুপাখির ওষুধ ছিল এখানে ।” তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷
Related Posts
সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত ২
কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে […]
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কেন চুপ প্রধানমন্ত্রী মোদি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে […]
হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারের মাঝেই ফের চোট
আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের […]