ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লি রোডের পাশে ডানকুনি মোল্লাবেরে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন । বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন ৷ অবস্থা বেগতিক দেখে পরে ডেকে পাঠানো হয় আরও তিনটি ইঞ্জিন ৷ সবমিলিয়ে ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ জানা গিয়েছে, মোল্লাবেরে রুদ্র সিন্ডিকেট নামে এই গোডাউনে চলত। এক শিফটের কাজ হত এখানে। প্রায় ২৫-৩০ন কর্মী কাজ করতেন ৷ তাঁরা প্রথম ধোঁয়া বের হতে দেখেন গোডাউন থেকে ৷ আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসেন এবং খবর দেন গোডাউন কর্তৃপক্ষ, পুলিশ ও দমকলে ৷ ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত পৌঁছয় দমকল বাহিনী ৷ গোডাউনের এক কর্মী আশিস কর বলেন, “এটা ওষুধের গোডাউন । এখান থেকেই ওষুধ ডিস্ট্রিবিউটরদের সরবরাহ করা হত। মানুষের ওআরএস থেকে পশুপাখির ওষুধ ছিল এখানে ।” তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷

error: Content is protected !!