বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন। জানা গেছে, গোবিন্দচাঁদ ধর লেনে, নাখোদা মসজিদের উলটো দিকের প্লাস্টিক -কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ সোমবার পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই দমকলের অফিস থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আধিকারাকিরা। কিন্তু, আগুন নেভাতে ও কুলিং প্রসেস করতে দীর্ঘ সময় লাগে। প্রায় দেড় ঘণ্টার তৎপরতায় দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ আগুন নিয়ন্ত্রণে আসলেও ভস্মীভূত হয়ে যায় ওই বিল্ডিংটি। একইভাবে পার্শ্ববর্তী বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বেআইনি নির্মাণ ও তার ছাড়পত্র দেওয়া নিয়ে। এদিকে আগুন লাগার পর দমকল ও স্থানীয়দের তৎপরতায় বিল্ডিংয়ের আবাসিকদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে। দমকল আধিকারিকদের বক্তব্য, “ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে অনেক অসুবিধায় পড়তে হয়েছে ৷” আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল অধিকারিদের সংগে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আগুন দ্রুত কন্ট্রোল হয়েছে। হতাহতের কোনও খবর নেই। পাশের দু’টি বাড়ির গ্রাউন্ড ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা অনেক সাহায্য করেছেন। ঘিঞ্জি এলাকায় এই গোডাউনটি বহুদিন ধরেই রয়েছে। আমাদের প্রাথমিক কাজ আগুন নেভানো। সেটা সম্ভব হওয়ার পর বাকি বিষয়গুলি ক্ষতিয়ে দেখা হবে।”
Related Posts
‘গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘুরুন,’ নির্বাচনে হেরে যাওয়া এলাকার নেতাদের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা নির্বাচনে বিপুল জয় এসেছে৷ কিন্তু এখন থেকেই ২০২৬-এর প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার প্রথম ধাপ হিসেবে লোকসভা ভোটে যে এলাকাগুলিতে তৃণমূল হেরেছে, সেখানে মানুষের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হতে দলের নেতা, কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ এ দিন একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো পরামর্শ, হেরে […]
‘২৭ জন মারা গেছেন, ৭ লক্ষ মানুষ চিকিৎসা পাননি, জেদাজেদি করবেন না’, হাতজোড় করে ডাক্তারদের কাজে ফেরার আর্জি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত নমনীয়তা দেখানো সত্ত্বেও ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রশাসনের বৈঠক ভেস্তে গেল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য তিন দিন অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু নানা শর্তের জটিলতা তৈরি করে এলেন না চিকিৎসকরা। রাজ্য অধিকাংশ দাবি মানলেও নবান্নের সামনে গিয়েও সভাঘরের বৈঠকে যোগ দেননি আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকদের এই অবস্থানে চূড়ান্ত হতাশ মুখ্যমন্ত্রী। আন্তরিকভাবে […]
ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীকে মুক্তি দিল আদালত, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই আজ জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷ নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক […]