চিনারপার্কের কাপড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চিনার পার্কের দাসদ্রোনা এলাকায় একটি কাপড়ের কারখানায় আগুন লেগে লায়। শনিবার সকালে কাপড় কারখানার চতুর্থ তলায় আগুন লাগে বলে খবর। বাইরে থেকে দাউদাউ করে জ্বলতে দেখা যায় ওই কারখানা। আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। চেষ্টা চলে কারখানার আগুন নেভানোর। তবে কীভাবে কাপড়ের কারখানার আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে হতাহতের কোন খবর মেলেনি।

error: Content is protected !!