গুরুগ্রামের নারায়ণ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার সকালে গুরুগ্রামের ৩৭ সি সেক্টরে চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ এখানে অবস্থিত একটি বেসরকারি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যের বিষয় হলো আগুন লাগার সময় স্কুলে কোনো শিশু ছিল না। সরকারি আদেশের কারণে আজ স্কুলের সময় ছিল সাড়ে ৯টা, তাই শিশুরা স্কুলে ছিল না। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। জানা গেছে,, স্কুলের ইউনিফর্মের দোকানে আগুন লেগে ইউনিফর্মসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। আগুনের কারণে কোনো হতাহতের খবর নেই।

error: Content is protected !!