রাজস্থানের কোটা শহরের একটি হোস্টেলে আগুন লেগে ৮জন ছাত্র আহত হয়েছে। যার মধ্যে একজন জানালা থেকে লাফ দিয়ে পা ভাঙে। রবিবার সকালে কুনহারি এলাকার আদর্শ হোস্টেলে ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। নিচতলায় ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্পিত পান্ডে নামে এক ছাত্র আগুন থেকে বাঁচতে নিজের ঘরের বারান্দা থেকে লাফ দিয়ে পা ভেঙে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা মই ব্যবহার করে দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। দুর্ঘটনায় ৭ শিক্ষার্থী সামান্য দগ্ধ হয়েছে এবং তাদের এমবিএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের ছাত্র ভিপিন বলেন, ‘আগুনের সময় আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমরা গোলমাল শুনে বাইরে দৌড়ে আসি কারণ আগুন দ্বিতীয় তলায় পৌঁছেছিল। হোস্টেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পৌর কর্পোরেশনের ফায়ার ব্রিগেড কোনো হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনলেও শিক্ষার্থীদের মালামাল পুড়ে গেছে। হোস্টেল অপারেটরের বিরুদ্ধে অনিরাপদ স্থাপনার জন্য অবহেলার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৬১ জন শিক্ষার্থী। কোটা সিটির এসপি ডক্টর অমৃতা দুহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মণ বিহার এলাকার আদর্শ রেসিডেন্সি নামের একটি হোস্টেলে আগুন লাগে। পঞ্চ মালা হোস্টেলে ৭৫টি কক্ষ রয়েছে। দুর্ঘটনার সময় ওই ছাত্রাবাসে প্রায় ৬১ জন শিক্ষার্থী বাস করছিলেন। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে, এর মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে, বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানান এসপি। তিনি বলেন, এফএসএল টিম বিষয়টি তদন্ত করছে। পুলিশ হোস্টেল অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related Posts
মহারাষ্ট্রে ইস্পাত কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৩০
মহারাষ্ট্রে ইস্পাত কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত ৩০ কর্মী। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের জালনা শহরের ঘটনা। পুলিশ সুপার অজয় কুমার বনশল জানিয়েছেন, দুপুরে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের পরেই গলন্ত লোহা শ্রমিকদের উপর ছিটকে পড়ে। তাতেই ঝলসে যান শ্রমিকরা। আহতদের ছত্রপতি শম্ভজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ তা […]
অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়া নিয়ে ভিনেশ ফোগটের পাশে IOA সভাপতি পিটি ঊষা এবং নীতা আম্বানি
খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশ ফোগটকে৷ প্যারিস অলিম্পিক্সে ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ। তাঁর ওজন ৫০ কেজির বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷ এই বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন নীতা আম্বানি। আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “আজ, পুরো দেশের ভিনেশের জন্য মনখারাপ, ব্যথিত। ভিনেশ চ্যাম্পিয়ন যোদ্ধা, আমার কোন সন্দেহ […]
অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু
পেমা খান্ডু এই নিয়ে টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার ডেপুটি সিএম হিসেবে শপথ নেন চৌনা মেন। এদিন তিনি ছাড়াও বিউরাম ওয়াঘা, নিয়াতো দুকাম, গ্যানরিল ডেনওয়াং ওয়াংসু, ওয়াঙ্কি লোয়াং, পাসাং দরজি সোনা, মামা এনতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি এবং ওজিং তাসিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইটানগরের দরজি খান্ডু কনভেনশন […]