আজ বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দিল্লির জগতপুরী বাসস্ট্যান্ডে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাসে। ওই বাসে ৪০জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সকলেই নিরাপদ ও অক্ষত। বাসে আগুন লাগার পরেই খুব দ্রুত ৪০ যাত্রীকে নামিয়ে নেওয়া হয়। তবে এভাবে রাজধানীর বুকে হঠাৎ বাসে অগ্নিকাণ্ড ঘিরে উঠছে নানা রকম প্রশ্ন। শহরে বাস রক্ষণাবেক্ষন ছাড়াও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের স্টেশন অফিসার সূত্রে খবর তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কোনও হতাহতের খবর নেই। শর্ট সার্কিট থেকে এসি প্লান্টে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আচমকা এই গোটা ঘটনা ঘিরে শহরে বেশ আতঙ্ক ছড়িয়েছে। বাসটি পূর্ব দিল্লির সিমাপুরীতে যাচ্ছিল। সেই সময় এক বাইক আরোহী সতর্ক করেন বাসে আগুন ধরেছে। পিছন থেকে ধোঁয়া তিনি প্রথম দেখতে পান। এর ফলেই প্রাণ রক্ষা হল ৪০ জনের। অবস্থা বুঝে বাস থামতেই যাত্রী, চালক, কনডাক্টর সকলেই নিচে নেমে পড়েন। তারপরই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
Related Posts
হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে রাহুল গান্ধী, জারি একাধিক নিষেধাজ্ঞা
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার মণিপুর সফরে যাচ্ছেন। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম মণিপুর সফর। এর আগে গতবছর মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাহুল গান্ধী তৃতীয়বার সেখানে যাচ্ছেন। দিল্লি থেকে শিলচর হয়ে রাহুল মণিপুরের জিরিবাম জেলায় পৌঁছবেন। তিনি সেখানে কয়েকটি ত্রাণ শিবিরও ঘুরে দেখবেন। চুড়াচাঁদপুর এবং বিষ্ণপুর জেলার […]
‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ১৪০ কোটি ভারতীয়দের বিজয়’: প্রধানমন্ত্রী মোদী
ভোট গণনার মধ্যেই বিজেপি সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি জয় জগন্নাথ নামে সম্বোধন শুরু করেন। তিনি বলেন, আমরা সকলেই জনগণের কাছে ঋণী। জনগণ এনডিএ এবং বিজেপির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে। আজকের বিজয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়। এটা ভারতের সংবিধানের প্রতি অটুট আনুগত্যের জয়। এটি উন্নত ভারতের প্রতিশ্রুতির বিজয়। এটা সবার সমর্থন, […]
প্রয়াত সিপিআই নেতা অতুল অঞ্জন
প্রয়াত হলেন ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় সম্পাদক অতুল কুমার অঞ্জন । অতুল কুমার অঞ্জন (৬৯) গত এক মাস ধরে গোমতীনগরের একটি হাসপাতালে অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। অতুল অঞ্জন, যিনি 1977 সালে লখনউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবে রাজনীতি শুরু করেছিলেন, তাকে সামাজিক ন্যায়বিচার এবং বামপন্থী রাজনীতির একটি বড় মুখ হিসাবে বিবেচনা করা হত। […]