শুক্রবার দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।মলটির চার তলায় ‘ফুড কোর্টে’র সঙ্গেই রয়েছে সিনেমাহল। সপ্তাহান্তে সেখানে বেশ কয়েক জন ভিড়ও জমিয়েছিলেন। কালো ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে। দমকলের তরফে জানানো হয়েছে, কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন দমকলকর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আপাতত কাচ ভেঙে ধোঁয়া বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিতরে থাকা সমস্ত কর্মী, ক্রেতা-বিক্রেতা ও মলে থাকা বিভিন্ন অফিস ফাঁকা করা হয়েছে। কীভাবে লাগল আগুন? দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, মলের তৃতীয় তলে একটি বইয়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে চারতলার ফুড কোর্টে। নিমেষে মলের ভিতরে কালো ধোঁয়ায় ভরে যায়।
Related Posts
আরজি করের প্রতিবাদে এবার ‘শিক্ষারত্ন’ পুরস্কার ফেরালেন বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরাতে শুরু করেছেন শিক্ষক এবং নাট্যব্যক্তিত্বরা। সেই আবহে এবার রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরানোর কথা ঘোষণা করলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। বিজেপি বিধায়ককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা […]
২৩ মাস পর জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন। ২০২২ সালের ১১ অক্টোবর পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি। বর্তমানে তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতেই জামিনের আবেদন করেছিলেন মানিক। তা মঞ্জুর […]