চাঁদনি চকে একের পর এক গাড়িতে আগুন

আচমকা জ্বলে উঠল রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি। তার পর সেখান থেকে আরও দুটি গাড়িতে ছড়িয়ে পড়ল সেই আগুন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটল কলকাতা শহরের চাঁদনি চক এলাকায়। তবে আগুনের কবলে পড়ে কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল। ‌প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আগুন লাগে একটি চার চাকার গাড়িতে। তার পর তা ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা ও চালকদের একাংশ। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। 

error: Content is protected !!