আচমকা জ্বলে উঠল রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি। তার পর সেখান থেকে আরও দুটি গাড়িতে ছড়িয়ে পড়ল সেই আগুন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটল কলকাতা শহরের চাঁদনি চক এলাকায়। তবে আগুনের কবলে পড়ে কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আগুন লাগে একটি চার চাকার গাড়িতে। তার পর তা ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা ও চালকদের একাংশ। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
Related Posts
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টির ঘাটতি। কার্যত চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় মানুষ। অবশেষে স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শুক্রবার বিকেলের পর থেকে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ভারী বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, শুক্রবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু আরও […]
তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় চলে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে যায় শাসকদলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। সেখানে গার্ডরেল দিয়ে তাঁদের আটকায় পুলিশ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তাঁর পদত্যাগের দাবি জানান হয়। পরে রাজ্যপালের […]
কুণাল ঘোষকে পদ থেকে সরাল তৃণমূল
এ দিন সকালেই একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন৷ দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন কুণাল ঘোষ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন […]