প্রথম দফা নির্বাচনের দিনেই অশান্ত হয়ে উঠল মণিপুর। গত বছর থেকে হিংসার আগুন জ্বলছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ভোটের শুরুতেও উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন এক বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভা এলাকার থামানপোকপি এলাকায়। একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভোটের লাইনে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তাঁরা পালানোর চেষ্টা করেন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। অন্যদিকে ইম্ফলে ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এ ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে নতুন করে আবার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে মণিপুরে।
Related Posts
দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
দিল্লি এইমস হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পিঠে অসহ্য ব্যথার কারণেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে ৭৩ বছরের রাজনাথ আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রের দাবি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কাবু ছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে থাকার সময়ও পিঠে যন্ত্রণা শুরু […]
‘পশ্চিমবঙ্গে গুন্ডামি করছে বিজেপি’, গেরুয়া শিবিরকে আক্রমণ তেজস্বী যাদবের
পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি করছে। অভিযোগ তুলে এবার সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের বিরোধী দলনেতা। আরজেডি নেতার অভিযোগ, বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি। দোকানবাজার থেকে জিনিসপত্র টেনে বার করা হচ্ছে। দোকান-বাজার থেকে জিনিসপত্র লুঠ করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর। লালু পুত্র আরও অভিযোগ, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে […]