মুম্বাইয়ের বান্দ্রায় সলমান খানের বাড়ির সামনে চলল গুলি

সাতসকালেই ভয়ঙ্কর খবর। মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টায় সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে যে এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি। মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন দুই বাইকারকে খুঁজে বের করতে বিষয়টি খতিয়ে দেখছে। ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে, এবং বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করছেন যা মামলার জন্য উপকারী হতে পারে। সংবাদসংস্থা সলমানের বাড়ির বাইরের কয়েকটি ফুটেজ শেয়ার করেছে। ক্লিপটিতে একজন তদন্তকারীকে দেওয়ালে বন্দুকের গুলি চিহ্নিত করতে দেখা গিয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমানকে দুই বছরেরও বেশি সময় ধরে একাধিক মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ২০২২ সালের জুনে, তাঁর বাবা সেলিম খান একটি হুমকি চিঠি পান।

error: Content is protected !!