সাতসকালেই ভয়ঙ্কর খবর। মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টায় সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে যে এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি। মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন দুই বাইকারকে খুঁজে বের করতে বিষয়টি খতিয়ে দেখছে। ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে, এবং বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করছেন যা মামলার জন্য উপকারী হতে পারে। সংবাদসংস্থা সলমানের বাড়ির বাইরের কয়েকটি ফুটেজ শেয়ার করেছে। ক্লিপটিতে একজন তদন্তকারীকে দেওয়ালে বন্দুকের গুলি চিহ্নিত করতে দেখা গিয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমানকে দুই বছরেরও বেশি সময় ধরে একাধিক মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ২০২২ সালের জুনে, তাঁর বাবা সেলিম খান একটি হুমকি চিঠি পান।
Related Posts
২৩ জুন শত্রঘ্নকন্যা সোনাক্ষী সিনহার বিয়ে
আগামী ২৩ জুন মুম্বইয়ে বসবে সোনাক্ষী সিনহার বিয়ের আসর। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী। ম্যাগাজিনের কভারের মতো তৈরি করা হয়েছে বিয়ের কার্ড। কার্ডের উপরে লেখা ‘গসিপই হল সত্যি’। কিছুদিন আগেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন সোনাক্ষী। জানা যাচ্ছে, গত একবছর ধরেই লিভইনে আছেন তাঁরা। তবে এখন জানা যাচ্ছে পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে […]
রেশন দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ৫ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় অভিনেত্রী হাজিরা দেননি ৷ আজ দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এদিন ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার বেশ কিছুক্ষণ আগে তাঁর হিসাবরক্ষক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে […]
জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেলেন অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা
দুর্ঘটনার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা৷ সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে স্বভাবতই মন খারাপ ভক্তদের৷ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাঁটুতে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো৷ জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর আহত হওয়ার খবর শুনে সকল অনুরাগীরাই চিন্তিত হয়ে পড়েছেন৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, জিমে […]