বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। শনিবার রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে, বন্যায় আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৩০০-র বেশি। নিখোঁজ বহু। অন্ততপক্ষে দেড় হাজার বাড়ি বন্যায় জলের তোড়ে ভেঙে পড়েছে। বন্যা বিধ্বস্ত এলাকায় খাবার, প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে অতি ভারী বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগনল প্রদেশ, বাদাকশান প্রদেশ, ঘোর প্রদেশ এবং হেরার। তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, বন্যা বিধ্বস্ত এলাকায় শুরু হয়েছে উদ্ধারকাজ। শতাধিক বাসিন্দাকে উদ্ধার করে মিলিটারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Related Posts
ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, মৃত ৭০, নিখোঁজ বহু
ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। বন্যায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। ঘোরের প্রদেশিক শাসনকর্তার মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস জানিয়েছেন, সেখানেই কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ফরিয়াবে মৃতের সংখ্যা কমপক্ষে ১৮। আফগান সরকার ইতিমধ্যে জানিয়েছে, হিরাট, ফারা, ফরিয়াব এবং ঘোর সহ ১৬ টি প্রদেশে আজও অতি ভারী বৃষ্টি চলবে। উল্লেখ্য, গত সপ্তাহেই […]
রাশিয়া সফর শেষে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি
রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রায় দীর্ঘ ৪১ বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। স্থানীয় সময়, মঙ্গলবার ভোররাতে ভিয়েনায় পৌছয় মোদীর বিমান। সে দেশে পৌঁছেই মোদী সামাজিক মাধ্যমে লেখেন, “ভিয়েনায় পৌঁছলাম। এটি একটি বিশেষ সফর। […]
‘গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে’, কোয়াড সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী মোদি
আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদি। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের […]