২১ ঘণ্টা পর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই পরিষেবা চালু করার ঘোষণা করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়েছে। আজ সকালে আবহাওয়া খানিকটা বদলাতেই ৯টার আগেই বিমান পরিষেবা চালু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু বিমান ওঠানামা। যদিও পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের কারণে শনিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছিল, রবিবার বেলা ১২ টা থেকে শুরু করে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। বৃষ্টির মাঝেই অবশেষে চালু হল বিমান পরিষেবা।
Related Posts
২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়
রাত পোহালেই ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয় ২১শে জুলাইয়ের মঞ্চকে যেন আরও বেশি রাঙিয়ে তুলেছে। ২০২১ সালের বিধানসভার পরে চলতি বছরের লোকসভায় ঘাসফুল ম্যাজিক দেখেছে রাজ্য। মাত্র দু’বছর পরেই রাজ্যে আবার বিধানসভা নির্বাচন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই সেই নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই যেসব সমর্থকেরা আসবেন তাঁদের […]
উল্টোডাঙায় প্লাইউড কারখানায় আগুন
অগ্নিকাণ্ডে ভষ্মীভূত কারখানা ৷ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উল্টোডাঙার ইস্ট-ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় আগুন লাগে ৷ জানা গিয়েছে, কারখানাটিতে প্লাইউড তৈরি হত ৷ ফলে শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছেছে ৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন […]
অবশেষে স্বস্তির খবর, ১৮ থেকে ২০ জুনের মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর
গরম থেকে অবশেষে স্বস্তির খবর মিলল, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা বলে জানাল হাওয়া অফিস। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি […]