প্রজ্জ্বল রেভান্না অশ্লীল ভিডিও কাণ্ডে সম্প্রতি কর্ণাটকের পারাপান্না জেল থেকে শর্তসাপেক্ষ জামিন মেলে এইচ ডি রেভান্নার। শর্তসাপেক্ষ জামিনে মুক্তির পর এবার এইচ ডি রেভান্না হাজির হন এইচ ডি দেবেগৌড়ার বাসভবনে। যাঁকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে অহরহ। এদিকে প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে সম্প্রতি নয়া মোড় সামনে আসে। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যে মহিলা অভিযোগ দায়ের করেন,তাঁকে জোর করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাকে ৩ জন হাজির হয়ে ওই মহিলাকে ভয় দেখানো হয় এবং প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অবিযোগ দায়েরের জন্য পীড়াপিড়ি করা হয় বলে অভিযোগ। ওই মহিলার দাবি,জেডিএস নেতার বিরুদ্ধে যাতে অভিযোগ দায়ের করা হয়, তার জন্য চাপ প্রযোগ করা হয় ‘নির্যাতিতার’ উপর। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়। এমনকী, নির্যাতিতা হিসেবে পরিচিত ওই মহিলা এবং তাঁর পরিবারকে যাতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়,সেই দাবিও জানানো হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে এবং নাতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। কর্ণাটকে জনতা দল (সেকিউলার)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তাঁর গৃহে কর্মরত এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তাঁর বাবা তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে।
Related Posts
ভারতে মিলল প্রথম মাঙ্কিপক্সের হদিস, আক্রান্ত ১
ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তদের খোঁজে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। কন্টাক্ট ট্রেসিংএর […]
RG KAR: ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরিয়ে ফেলুন’, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের
নির্যাতিতার নাম যাতে প্রকাশ করা না হয় প্রথম থেকেই এব্যপারে সতর্ক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবার সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে জানিয়েছে যাতে মৃত চিকিৎসকের ছবি নাম সহ অন্যান্য বিস্তারিত বিবরণ যেন পেশ করা না হয়। ওই চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি […]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে এবার কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবার কঙ্গনার সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য হিমাচল প্রদেশের মান্ডিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মোদীকে একটি লাল গোলাপ উপহার দেন কঙ্গনা। মোদীকে লাল গোলাপ দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা। ছবিতে দেখা যাচ্ছে, কঙ্গনার হাত থেকে […]