প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অশোক। ১৯৮১ সালে প্রথম বার কাউন্সিলর হন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চন্দননগর পুর নিগমের মেয়রের দায়িত্ব পালন করেছেন। পরে তৃণমূলে যোগ দিয়ে ২০১০ সালে চন্দননগর পুর নিগমের মেয়র হন অশোক। ২০১১ সালে চন্দননগর বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। ২০১৬ সাল পর্যন্ত চন্দননগরের বিধায়কের সঙ্গে সঙ্গে মেয়রের পদও সামলান অশোক। পেশায় আইনজীবী অশোকের একমাত্র পুত্র শুভজিৎ সাউ এবং পুত্রবধূ ঋতুপর্ণা বর্তমানে চন্দননগরের দুটি ওয়ার্ডের কাউন্সিলর।
Related Posts
হাসপাতালের ঘরে দেদার মদ্যপান, গ্রেফতার ২
নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পূজোর রাতে ওই হাসপাতাল চত্বরের একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপান চলছিল। পুলিশ এই ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র এবং অমিও বিশ্বাস, যাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলাপাড়া এলাকায়। জানা গেছে, তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন ঘরের […]
অনুমতি দিক বা না-দিক, ৪৮ ঘণ্টার মধ্যে দুর্গতরা মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়িতে ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার দেওয়া হবে। অনুমতি মেলেনি নির্বাচন কমিশনের। কিন্তু জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]