তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কমপক্ষে ৫ জনের। একটি সূত্রের দাবি আরও ৮-৯ জন কারখানার ভিতরেই আটকে রয়েছেন। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জানা গিয়েছে, বিকেব ৫টা নাগাদ কারখানায় একটি বিস্ফোরণ হয়। তার জেরেই এত মানুষের প্রাণ গিয়েছে। মৃত শ্রমিকদের মধ্যে ৪ জনের বাড়ি বিহারে। পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার হান্তুরা মণ্ডল জেলার চন্দপুরে একটি কারাখানায় এই ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি যাঁরা ভিতরে আটকে রয়েছেন তাঁদের বাইরে বের করার কাজ চলছে। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় মৎস্যজীবীপরা। পাশাপাশি যাঁরা ভিতরে আটকে রয়েছেন তাঁদের বাইরে বের করার কাজ চলছে। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা। তবে স্থানীয়দের সঙ্গে থেকে পুলিশ-প্রশাসন এমন একটি খবর পেয়েছেন যা তাঁদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অনুমান ভিতরে কমপক্ষে ৫০ জন আটকে ছিলেন। ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গিয়েছেন দমকলের ডিজি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা। তাছাড়া ঘটনাস্থলে প্রশাসনের বিশেষ টিমও গিয়েছে। উদ্ধারের কাজ কতটা হল সেটাই দেখতে এই তাদারকি। একইসঙ্গে কাউকে যদি উন্নত চিকিৎসার জন্য অন্য কোনও হাসাপাতালে নিয়ে যাওয়ার দরকার হয় সেই কাজে যাতে বিলম্ব না হয় সেটাই নিশ্চিত করবেন প্রশাসনেক কর্তারা। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
Related Posts
উত্তরপ্রদেশে কর্তব্যরত চিকিৎসকে মারধর, নিরাপত্তার দাবিতে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার অভিযোগ। উত্তরপ্রদেশের বুলন্দশহরে শিকারপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিযুক্ত এক পুরুষ চিকিৎসকের উপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা কর বলে জানা যায়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, আপনমনে পায়চারি করতে করতে ফোনে কথা বলছেন ওই চিকিৎসক। এমন সময়ে এক ব্যক্তি আচমকা এসে চিকিৎসককে টেনে চড় কষান। এলোপাথাড়ি […]
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের
এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর। রেলের তরফেও আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। জখমদের জন্য আড়াই লক্ষ এবং সামান্য় আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য […]
মুজাফফরপুরে ১৪ বছরের দলিত নাবালিকাকে অপহরণ করে ৫জন মিলে গণধর্ষণ, স্তন কেটে নৃশংস অত্যাচারের পর গোপনাঙ্গ ৫০ বারের বেশি ছুরিকাঘাত করে খুন!
একটি ১৪ বছর বয়সী দলিত মেয়েকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে, বিহার মুজাফফরপুর জেলায় গণধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যা বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চিহ্নিত করেছে। নবম শ্রেণির ড্রপআউট মেয়েটিকে রবিবার রাতে তার বাবা-মায়ের উপস্থিতিতে পারু থানা এলাকায় তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার একটি পুকুরে […]