জার্মানির সোলিংজেনে যখন উৎসবে মেতে স্থানীয়রা ঠিক তখনই চলল এলোপাথাড়ি ছুরির হামলা। শুক্রবার রাতে পশ্চিম জার্মানির সোলিংজেনে বসেছিল উৎসবের আসর। সেই উৎসবের রাতেই এক ব্যক্তি হামলা করে বলে অভিযোগ উঠেছে। ছুরির হামলায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। রাতের উৎসবের মাঝে ছুরির হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ৯টা ৪৫ নাগাদ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উৎসবে মুখরিত রাস্তার মাঝে হামলা চালায়। শহরের ৬৫০তম বার্ষিকী উদযাপন করতেই উৎসবে মেতে উঠেছিলেন শহরবাসী। হামলার জন্যে উৎসবের রাতকেই বেছে নিয়েছিল ওই দুষ্কৃতী। উৎসবের অংশ হিসাবে শহরের মার্কেট স্কোয়ারে একটি লাইভ ব্যান্ডের অনুষ্ঠান চলছিল। সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ের মধ্যে ঢুকে উন্মত্তের মত ছুরি চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন সোলিংজেনের মেয়র। সোলিংজেন হল নেদারল্যান্ডের সীমান্তে অবস্থিত জার্মানির একটি অংশ। এখানে বিপুল জনবসতি রয়েছে। এদিকে জার্মানিতে ছুরির হামলা কিংবা গুলি চালানোর ঘটনা অন্যান্য পশ্চিমী দেশের তুলনায় অনেকটাই বিরল। ছুরি কিংবা অন্য কোন আগ্নেয়াস্ত্র বহন করা জার্মান সরকারের আইন বিরুদ্ধ। ফলে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে জার্মানিতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। এর আগে জুন মাসে দক্ষিণপন্থী বিক্ষোভে হামলার সময় জার্মানির ম্যানহেইমে ছুরির হামলায় এক ২৯ বছর বয়সী পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। তারও আগে ২০২১ সালে ট্রেনে ছুটির হামলা চলেছিল। তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
Related Posts
বাংলাদেশে হিংসার বলি ৩১৬, মন্ত্রী ও আওয়ামি লিগ সাংসদদের বাড়িতে হামলা
বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, আওয়ামি লিগ, ছাত্রলিগের নেতাকর্মীদের ওপরে জায়গায় জায়গায় হামলা চালানো হয়েছে। অন্তত ১৪টি জায়গায় মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাংসদদের ওপরে হামলা হয়েছে। দেশ জুড়ে আওয়ামি লিগের অন্তত ২০টি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের ৩৯টি জেলায় শাসকলদল আওয়ামি লিগ আক্রান্ত হয়েছে বিক্ষোভকারীদের হামলায়।জানা গিয়েছে, চাঁদপুরে […]
অস্ট্রিয়ার চ্যান্সেলারের সঙ্গে নৈশভোজ প্রধানমন্ত্রী মোদির
মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷” এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ […]
হার স্বীকার সুনকের, স্টার্মারের হাত ধরে ১৪ বছর পর ফের ব্রিটেনের গদিতে লেবার
ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধনে জয়লাভ করল লেবার পার্টি। ২০১০ সালের পর এই প্রথম ফের কোনও লেবার পার্টির নেতার ঠিকানা হবে ১০, ডাউনিং স্ট্রিট। আর লেবার পার্টির জয় নিশ্চিত হতেই দলের নেতা স্যার কিয়ের স্টার্মার একটি ঝড়ো বিজয় ভাষণ দেন। ভোটে জিতে স্টার্মার বলেন, ‘১৪ বছর পর ফের ব্রিটেন নিজেদের ভবিষ্যত ফিরে পেয়েছে।’ হাসিমুখে তিনি […]