দুর্গাপুরে দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান

সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ পৌঁছনোর পরেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দিলীপকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান।  বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে । উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায় কর্মী-সমর্থকদের নিয়ে দিলীপ ঘোষ তড়িঘড়ি এলাকা ছাড়েন । যেতে যেতে তৃণমূলের বিরুদ্ধে পালটা ‘পিসি চোর’, ‘ভাইপো চোরে’র মতো স্লোগান দিতে দেখা যায় বিজেপি নেতাকেও ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিদিন এই রাজ্যে জনগণের সমর্থন হারাচ্ছে ভারতীয় জনতা পার্টি। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ বুঝে গিয়েছে বিজেপি প্রত্যেকবার ভোট এলেই ভাঁওতা দেয়। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ। তাই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠেছে আমজনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!