বিজেপির ডাকা বনধ মানা হবে না। রাজ্য সচল থাকবে। সরকারি কর্মচারীদেরও অফিসে আসতে হবে। দোকানপাট খোলা থাকবে। পরিবহন ব্য়বস্থা সচল থাকবে। রাজ্য সরকারের তরফে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, বনধের সংস্কৃতিতে বাংলা বিশ্বাস করে না। সেই কারণে বনধ করা চলবে না। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামিকাল রাজ্যের জনজীবন স্বাভাবিক রাখা হবে। সব কিছু চালু থাকবে। সরকারি কর্মীদের প্রতি সরকারের নির্দেশ, অবশ্যই সঠিক সময়ে অফিস আসতে হবে। দোকানপাট খোলা থাকবে। সরকার সেজন্য সবরকম ব্যবস্থা করবে। কারও কোনও ক্ষতি হলেও সরকার তা দেখবে। যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। যানবাহন স্বাভাবিক রাখতে হবে। এটাও সরকারি নির্দেশ। সরকারি বাস চলাচল করবে। বেসরকারি বাসও চলবে স্বাভাবিক নিয়মে। বাংলাকে সবক্ষেত্রে সম্পূর্ণরূপে সচল থাকতে হবে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি হল পারস্পরিক সৌজন্য ও সম্প্রীতির। সেই কৃষ্টির প্রতি সম্মান জানিয়ে পুলিশ আজ সবরকম সহযোগিতা করেছে। ধৈর্যের পরিচয় দিয়েছে।’
Related Posts
মানিকতলায় ৮৯টি বুথে পুনরায় উপনির্বাচনের দাবি, কমিশনের দ্বারস্থ বিজেপি
মানিকতলা বিধানসভা কেন্দ্রের 89টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ এই মর্মে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসে স্মারকলিপিও জমা দেন তিনি ৷ তাঁর অভিযোগ, মানিকতলা বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে উপনির্বাচন সম্পন্ন হতে দেয়নি শাসক দল। ওই কেন্দ্রের একাধিক বুথে ছাপ্পা ভোট হয়েছে। আর তাই আবারও নির্বাচন করাতে হবে ওই বুথগুলিতে। 89টি বুথে […]
পুলিশের নামে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে সুখেন্দুশেখর রায়কে তলব করল লালবাজার
পুলিশের নামে ভুয়ো প্রচারের অভিযোগ সুখেন্দুশেখরের বিরুদ্ধে। তৃণমূল সাংসদকে তলব করল লালবাজার। রবিবার বিকেল ৪টে নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আরজি কর ইস্যুতে তাঁর করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। আরজি কর কাণ্ড নিয়ে কড়া পোস্ট করেন সুখেন্দুশেখর রায়ের। সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে CBI হেফাজতে নেওয়ার দাবি তুললেন তৃণমূলের এই সাংসদ। […]
২৪ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ী খুনের কিনারা করল কলকাতা পুলিশ, গ্রেফতার ১
আনন্দপুরের ব্যবসায়ীকে কুপিয়ে খুনের পর গা–ঢাকা দিয়েছিল হত্যাকারী। তবে এই খুনের কিনারা করল কলকাতা পুলিশ মাত্র দেড়দিনের মাথায়। ব্যবসায়ী খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রোমোটার আরিফ খানকে কুপিয়েছিল অভিযুক্ত। তবে এখনও অধরা দুই আরও মাস্টারমাইন্ড। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাস্তা থেকে উদ্ধার করা হয় একজন ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। […]