মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলায় ১১ কোটি দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের!

সম্মানহানি প্রমাণিত হলে ১১ কোটি টাকা দেওয়ার আবেদন রাজ্যপালের। এমনকি, ১১ কোটির পাশাপাশি কোর্ট ফি বাবদ ৫০ হাজার টাকাও দেওয়ার আবেদন রাজ্যপালের। মুখ্যমন্ত্রী সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় এই আবেদন করেছেন রাজ্যপাল। যদিও মুখ্যমন্ত্রীর কোনও মন্তব্যের জেরে রাজ্যপালের মানহানি হওয়ার কোনও জায়গা নেই। দাবি করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। আজ একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীর দায়ের করার মামলার শুনানি। সব পক্ষের বক্তব্য শুনে রায় দিতে পারে ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্য়পাল। 

error: Content is protected !!