শ্লীলতাহানির অভিযোগের তদন্তে যখন রাজভবনে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ, তখন সোশ্য়াল মিডিয়ায় ফের বার্তা দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। মনে করিয়ে দিলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিস। সাংবিধানিক পদাধিকারী রাজ্যপালের রক্ষকবচ রয়েছে’। এমনকী, পুলিসকে কোনও তথ্য না দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজভবনের কর্মীদের। রাজ্যপাল নিজের X হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে সংবিধানের ৩৬১ (২). (৩) ধারার উল্লেখ রয়েছে। ওই ধারা অনুযায়ী, স্বপদে থাকাকালীন কোনও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা যেতে পারে না। তাঁকে গ্রেপ্তার করাও সম্ভবপর নয়। তাই তাঁর বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে SET গঠন করেছে। রাজভবনের ওসির কাছ থেকে সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। কোনও সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার আদৌ এক্তিয়ার আছে কিনা, সেই প্রশ্নও তোলা হয়। সংবিধান অনুযায়ী, রাজ্যপালের বিরুদ্ধে FIR করে তদন্ত শুরুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে রাজভবনের সঙ্গে যুক্ত কেউ কোথাও কোনও মন্তব্য করতে পারে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রাজভবনের স্থায়ী, অস্থায়ী, আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য বলেও উল্লেখ রয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস।
Related Posts
বউবাজারে মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে ছাত্রাবাসে পিটিয়ে খুন যুবক, আটক ১৪
বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা। মোবাইল চুরির অভিযোগে বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট ছাত্রাবাসে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অন্যান্য আবাসিকদের বিরুদ্ধে। অভিযোগ, হাত- পা বেঁধে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। মৃতের নাম এরশাদ আলম। ১৪ জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান মৃত্যু […]
অরাজনৈতিক ছাত্রসমাজের নবান্ন অভিযানের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং! ধৃতদের আইনি এবং আর্থিক সাহায্যের আশ্বাস শুভেন্দুর
সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নবান্ন অভিযান করবেন মঙ্গলবার। সামনে অন্তত কোনও রাজনৈতিক দলের কোনও নেতা থাকবেন না। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে একাধিকবার একথা বলেছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে সংগঠন। কিন্তু মঙ্গলবার মিছিল শুরু হতেই ছবি গেল বদলে। দেখা গেল, মিছিল শুরুর অন্যতম স্থান কলেজ স্কোয়ার থেকে জমায়েতের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং! অন্যদিকে, বিধানসভায় এসে […]
রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল মানস, চন্দ্রিমা, বাবুলের, কারা দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী
রাজ্য মন্ত্রিসভার রদবদল। দায়িত্ব বাড়ল মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য ও বাবুল সুপ্রিয়ের। দফতর বদলে গেল গোলাম রব্বানী। পরিবেশ দফতর থেকে সরিয়ে এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল অপ্রচলিত শক্তি দফতরের। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুল সুপ্রিয়কে ৷ সেক্ষেত্রে দায়িত্ব বাড়ল তাঁরও। তাৎপর্যপূর্ণভাবে সদ্য মন্ত্রিত্ব হারানো অখিল গিরির কারামন্ত্রীর দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]