সপ্তম দফার ভোটে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের

সন্দেশখালিতে ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। সংবিধান এর ১৬৬(৩) ধারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ” শুধু সন্দেশখালি নয়, সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে হবে রিপোর্ট।মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা নিন্দনীয়”, বিবৃতি রাজভবন-এর। রাজ‍্য রাজনীতির শিরোনামে প্রথম থেকেই সন্দেশখালি। ভোটের দিনও ফের নজরে সন্দেশখালি। বিজেপি প্রার্থী রেখা ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ। সন্দেশখালি কর্ণ খালি ১৭১ নম্বর বুথে বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী, রেখা পাত্রের অভিযোগ এক মহিলা সঙ্গে বুথের মধ্যে কথা বলছিলেন তৃণমূল এজেন্ট। তার প্রতিবাদ করাতেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাধে তৃণমূল এজেন্টের।

error: Content is protected !!