প্রয়াত হলেন গ্র্যামিজয়ী গায়িকা মান্দিসা ৷ টেনেসির ফ্রাঙ্কলিনে তাঁর বাড়িতে রহস্যজনক মৃত অবস্থায় পাওয়া গেছে গায়িকাকে। আমেরিকান আইডল তারকা এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়িকা মান্দিসার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত জগতে। মাত্র ৪৭ বছর বয়সে অকালে চলে গেলেন গায়িকা৷ মান্দিসার মৃত্যুর খবর নিশ্চিত করে আবেগঘন পোস্ট করা হয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায়৷ পোস্টে লেখা রয়েছে, মান্দিসাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷ তবে তাঁর মৃত্যু কারণ এখনও স্পষ্ট নয়৷ এই মুহূর্তে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্তরা৷ ২০০৬ সালে আমেরিকান আইডল জিতেছিলেন মান্দিসা৷ তারপর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে৷ একাধিক গান গেয়ে সকলের মন জিতে নিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডও জিতেছিলেন তিনি৷ গায়িকার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ফ্র্যাঙ্কলিন পুলিশ তাঁর মৃত্যুর কারণ খুঁজছে।
Related Posts
‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে
তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত […]
স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’
শুভ মহরত হয়ে গেল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’- এর। ছবিতে প্রধান চরিত্রে দেখাযাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। পাশাপাশি ছবিতে দেখতে পাওয়া যাবে রাহুল বোস, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, রৌনক দে ভৌমিক, এবং রতন সরখেলকে। ম্যাডাম সেনগুপ্ত, একজন বিখ্যাত কার্টুনিস্ট, তাঁর বিবাহ বিচ্ছিন্ন স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তের জন্য কলকাতায় আসেন। এই যাত্রায় ম্যাডাম সেনগুপ্ত কী আবিষ্কার […]
সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ
সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷ সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ, […]