পুণের পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদা সুরেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে চালককে শাসানো, আটকে রেখে জোর করে দুর্ঘটনার দায় নিতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগরওয়ালকে। এবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কিশোরের ঠাকুরদাকে। ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে ইয়েরওয়াড়া থানার দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ১৯ মে দুর্ঘটনার পর ওই দুই আধিকারিক তাঁদের ঊর্ধ্বতনদের বিষয়টি সম্পর্কে অবহিত করেননি বলে অভিযোগ। ঘটনার পর পরই রাহুল জাগদালে এবং বিশ্বনাথ টোডকরী নামে দুই পুলিশ আধিকারিক সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁরা সময়মতো ঊর্ধ্বতনদের এবং কন্ট্রোল রুমে খবর দেননি।
Related Posts
‘কঙ্গনাকে যিনি চড় কষিয়েছেন, সেই CISF জওয়ানকে আমি চাকরি দেব’, বললেন বিশাল দাদলানি
চণ্ডীগড় বিমানবন্দরে নব-নির্বাচিত BJP সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনায় দেশজুড়ে চর্চা চলছে। তবে ঘটনা প্রসঙ্গে এক্কেবারেই চুপ গোটা বলিউড। কোনও বলি তারকাকেই এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। তাঁকে চড় মারার ঘটনায় বলিউড চুপ থাকায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েও পরে সেই পোস্ট মুছে দেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার চড় কষানোর ঘটনায় মুখ খুললেন সঙ্গীত পরিচালক বিশাল […]
‘দেশজুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা’, দ্রুত বিচার এবং কঠোর শাস্তির আইন চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি মমতার
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের আবহে গোটা দেশজুড়েই এ ধরনের ঘটনার ভয়াবহতা উসকে উঠেছে। গোটা দেশেই এ ধরনের ঘটনা ক্রমবর্ধমান। সামাজিক ব্যাধি হিসেবে তা জনজীবনকে কুরে কুরে খাচ্ছে। তাই এসব মামলায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বাংলার […]
লোহা গলানোর সময় বিস্ফোরণ, নিহত ৩
আলিগড়ের তালানগরী এলাকায় বলকামেশ্বর নামের একটি কারখানায় স্থাপিত চুল্লিতে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। আগুন লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের স্বজনরা […]