বরের গাড়িতে ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে উঠল আগুন ৷ তাতে দগ্ধ হয়ে মৃত্যু হল বর সহ চারজনের ৷ আহত হয়েছেন আরও দু’জন ৷ মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৷গভীর রাতে বড়গাঁও জেলার ওভারব্রিজ দিয়ে বরের গাড়িটি যখন ক্রশ করছিল তখনই একটি ট্রাক পিছন থেকে এসে চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে ৷ সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। তাতে বর, তাঁর দাদা, দাদার ছেলে ও গাড়ির চালক-সহ মোট ৪ জন দগ্ধ হয়েছেন। ওই গাড়িতে আরও দুই জনও ছিলেন। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পাওয়ার পর পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ৷
Related Posts
দক্ষিণবঙ্গের ৬ জেলায় কালবৈশাখীর সর্তকতা
দক্ষিণবঙ্গের ৬ জেলায় কালবৈশাখীর সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আশঙ্কা বজ্রপাতের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকা সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী দু’ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে […]
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে ৬.১
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া । জাকার্তার স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ আঘাত হানে ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। কম্পন আঘাত হেনেছে বানজার শহরের ১০২ কিলোমিটার দক্ষিনে। কম্পন অভিভূত হয়েছে, রাজধানী জাকার্তা সহ পূর্ব এবং পশ্চিম জাভায়। ভূমিকম্পের তীব্রতা জোরালো হলেও কোন হতাহতের খবর মেলেনি।