বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, বীরভূমের হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে তিনি জানান, দেউচায় দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হচ্ছে। সেটি হলে, প্রত্যক্ষ-পরোক্ষভাবে একলক্ষ কর্মসংস্থান হবে। তৃণমূলকে বিজেপির পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলনেত্রী। তাঁর কথায়, বীরভূমের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ তৃণমূল প্রার্থীদের জিতিয়েছেন তাঁরা। তবে, দলীয় দুই প্রার্থী শতাব্দী রায় ও অসিত মালকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, তৃণমূল নেতা কাজল শেখে ও রানাকেও তৃণমূল করতে আটকাবে বিজেপি।
Related Posts
অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল জামাল সর্দার
অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল সোনারপুরের জামালউদ্দিন সর্দার। পুলিশের জালে পড়তেই সোনারপুরের ‘ত্রাস’ জামাল সর্দার এখন আর বেরতে পারল না। টানা তিনদিনের প্রচণ্ড চেষ্টায় আজ, শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে জামাল সর্দারকে গ্রেফতার করল পুলিশ। আর আগামীকাল শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হবে। তৃণমূল কংগ্রেস […]
আরজি করকাণ্ডে ছেলেকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে দলেরই একাংশ, দাবি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের
আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তাঁর নাম জড়ানোর চেষ্টা করছে তৃণমূলেরই একাংশ। এই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন সৌমেনবাবু ও তাঁর স্ত্রী সুমনাদেবী। এই অপপ্রচারের পিছনে তৃণমূলেরই একাংশ রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। আরজি কর মেডিক্যালের ঘটনায় এক […]
ধূপগুড়িতে থেকে তৃণমূলের ‘দ্বিতীয়’ নবজোয়ারের ইঙ্গিত দিয়ে দিলেন অভিষেক
লোকসভা ভোটের প্রচারে নেমে ধুপগুড়িতে ঝাঁঝালো বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে তুমুল নিশানা করার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বুঝিয়ে দিলেন নতুন তৃণমূলে কী হতে চলেছে নিয়ম। অভিষেক এদিন বলেন, “আজকের তারিখ লিখে রাখুন। যে সংখ্যায় লোক আজ ধূপগুড়িতে এসেছে তা অভাবনীয়। চার ঘণ্টা ধরে সভাস্থলে আছেন এঁরা। এটা জুমলাবাজদের মাটি নয়। আজকের সভা দেখার পরে বিজেপি নেতাদের […]