দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রাম শহরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এখানকার অর্জুন নগরে একটি শ্মশানের দেওয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একটি নাবালিকাও রয়েছে। একই সঙ্গে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে যা পাশের একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে। মানুষ পুনরুদ্ধার করার সুযোগ পায়নি এবং ৪সেকেন্ডের মধ্যে দেয়াল ধসে পড়ে। লোকজন দেয়াল ঘেঁষে বসে ছিল। মদনপুরী শ্মশানের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। অর্জুন নগর কলোনীর লোকজন দেয়াল পড়ে যেতে দেখে সাহায্যের জন্য ছুটে আসেন। পরে লোকজন পুলিশে খবর দেয়। কিন্তু ততক্ষণে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭০বছর বয়সী দেবী দয়াল, ৫২ বছর বয়সী কৃষ্ণা, ৪১ বছর বয়সী মনোজ গাবা এবং একটি নাবালিকা রয়েছে। শ্মশানের তত্ত্বাবধায়ক এখনও কর্তৃপক্ষকে কিছু জানাননি। পুলিশ অবহেলার কারণে মৃত্যুর মামলা করেছে। আহত দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। এখনই কিছু বলা যাচ্ছে না। তাদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ করা হয়েছে।
Related Posts
কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
কেরলে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণ গেল ৪৪ জনের। ঘটনায় উদ্ধার কাজ যাতে দ্রুত করা যায়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সূত্রের খবর, মৃতদের মধ্যে একটি এক বছরের শিশুও আছে । তার বাড়ি নেপালে । পরিবারের সদস্যদের সঙ্গে কেরলে এসেছিল। ভয়াবহ ধসের জেরে থর্ন্ডাড জেলায় তার মৃত্য়ু হয়েছে। পাশাপাশি জেলার বেশ […]
অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন ২০৫ ভারতীয়
বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। […]
চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতেই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত!
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোজ সোনি। এখনও এই পদে ৫ বছর মেয়াদ বাকি ছিল মনোজ সোনির। তবে আজ আচমকাই তিনি সরে দাঁড়ালেন পদ থেকে। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেছেন মনোজ সোনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির […]