ফের হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, হরিয়ানার আম্বালায় বাস এবং ট্রাভেলারের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গিয়েছে। প্রায় ২৫ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তীর্থযাত্রীদের নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। রাস্তায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ সাতজন নিহত। আহত যাত্রীদের নিকটস্থ আদেশ হাসপাতালে এবং কয়েকজন যাত্রীকে আম্বালা সেনানিবাসের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত শুরু করে পুলিশ। চালক পলাতক। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন জানান, চালক মাতাল ছিলেন এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা একই পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। কিছুদিন আগেই হরিয়ানার নুহতে বাসে বিধ্বংসী আগুন লাগে।
Related Posts
আগামী ৫দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
আগামী ৫ দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ।এছাড়াও ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় অঞ্চল পশ্চিমবঙ্গ, সিকিম এবং কর্ণাটকের অভ্যন্তরে তীব্র তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে তারা। তবে কিছুটা স্বস্তি উত্তর পূর্বে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ […]
হাসপাতালের বাথরুমে স্নানরত লেডি ডক্টরের লুকিয়ে ভিডিও করলেন ঠিকা কর্মী, ধৃত অভিযুক্ত
হাসপাতালে বাথরুমে স্নান করছিলেন এক মহিলা চিকিত্সক। সেই সময় এক ঠিকে কর্মী লুকিয়ে তাঁর স্নান করার ভিডিয়ো রেকর্ড করছিল। চিকিত্সকের তখন এক অদ্ভুত অনুভূতি হয়। এবং তিনি অনুভব করেন যে, বাথরুমের কাছে কেউ দাঁড়িয়ে আছে। তখনই তিনি ওই কর্মীকে দেখে ভিডিয়ো করতে। তত্ক্ষণাত্ তিনি অ্যালার্ম বাজিয়ে দেন। ঘটনাটি ঘটে, মুম্বইয়ের কান্দিভালিতে একটি সরকারি হাসপাতালে। ইতোমধ্যেই […]
নিট-নেট দুর্নীতি কাণ্ডের জের, সরিয়ে দেওয়া হল এনটিএ ডিজিকে
নিট-নেট বিতর্কের মাঝেই সরিয়ে দেওয়া হল (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) এনটিএ-র ডিরেক্টর সুবোধ কুমারকে ৷ তাঁর জায়গায় আনা হয়েছে প্রদীপ সিং খারোলাকে ৷ ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও এমডি পদে রয়েছেন তিনি ৷ তাঁকেই এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে […]