দিল্লিতে জলের হাহাকার। এক বিন্দু অতিরিক্ত জল খরচ করতে নারাজ কেউই। এরই মধ্যে সুপ্রিম কোর্টকে হরিয়ানা সরকার জানিয়ে দিল হিমাচল প্রদেশ থেকে কোনও অতিরিক্ত জল তাঁরা পাননি। ফলে দিল্লিকে অতিরিক্ত জল দিতে পারছে না হরিয়ানা সরকার। শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল হিমাচল প্রদেশ যেন ১৩৭ কেউসেক জল হরিয়ানাকে দেয় যাতে সেই জল হরিয়ানা সরকার দিল্লিকে দিতে পারে। এবিষয়ে হরিয়ানা সরকার জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের আদেশের পর তাঁরা হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত জল দেওয়া হয়নি। এমনকি কবে তাঁরা জল দেবে তা নিয়েও কোনও তথ্য জানানো হয়নি।
Related Posts
স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেজরিওয়ালের পি এ, বললেন সঞ্জয় সিং
অরবিন্দ কেজরিওয়ালের পি এ বিভব কুমার খারাপ আচরণ করেছেন, হেনস্থা করেছেন স্বাতী মালিওয়ালকে। আন্তর্বতী জামিনে মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান স্বাতী মালিওয়াল । কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেই দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে বসার ঘরে অপেক্ষা করছিলেন সাংসদ। ওই সময় কেজরিওয়ালের পি এ স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে […]
বন্যায় ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক, ভেসে গেল গন্ডার সহ শতাধিক অসহায় বন্যপ্রাণ
প্রবল বন্যায় ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ভেসে গিয়েছে ১৩৭ বন্য পশু। মৃত পশুদের তালিকায় রয়েছে ৬ গন্ডারও। যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। মৃত পশুদের তালিকায় রয়েছে ১০৬টি হগ ডিয়ার, ২টি সম্বরও। তবে কাজিরাঙা কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে তারা ৯৯টি পশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ২টি গন্ডারের বাচ্চা ও ২টি হাতি শাবক রয়েছে। বন্যায় […]
বিজেপির ‘চক্রব্যূহ’ ভেঙে দেবে ইন্ডিয়া জোট, দাবি রাহুল গান্ধির
দেশে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছে। লোকসভায় বাজেট বক্তৃতায় বিজেপির মোদি সরকারকে তীব্র নিশানা করলেন রাহুল গান্ধি। মহাভারতের উপমা টেনে রাহুল গান্ধি বলেন, “ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে হত্যা করা হয়েছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার।’ সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জমানায় দেশের ৬ চক্রব্যুহের উপমা তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধির […]