লোকসভা নির্বাচনের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। মহিলার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে রাজভবনের কর্মীদের কয়েকজনকে চিহ্নিত করে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যদিও একাধিকবার তাঁরা সেই হাজিরা এড়িয়েছেন। কারণ, শ্লীলতাহানির অভিযোগ জানাজানি হতেই রাজভবনের কর্মীদের গতিবিধি নিয়ে কড়াকড়ি করা হয়। তাঁরা যেন বাইরে এ বিষয়ে মুখ না খোলেন, সে বিষয়ে কার্যত ‘ফতোয়া’ জারি হয়। ফলে কর্মীরা পুলিশি জিজ্ঞাসাবাদেও হাজির হননি। পরবর্তীতে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজভবনের ওই কর্মীদের বিরুদ্ধে গত ১৫ মে মামলা দায়ের করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তার মধ্যে রয়েছে রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিংও। তাঁরা পুলিশি তদন্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি ছিল। তাতে বিচারপতি জানান, রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিং-সহ বাকি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। আগামী ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। হেয়ার স্ট্রিট থানায় তাঁদের বিরুদ্ধে যে FIR-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১০ জুন পরবর্তী শুনানি।
Related Posts
মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ মিনিবাসে আগুন
আজ সকালে বিরাটি- বিবাদী বাগ রুটের একটি মিনিবাস গন্ত্যব্যের দিকে যাচ্ছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে মহাজাতি সদনের সামনে বাসটি থেকে গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে। আগুন আতঙ্ক গ্রাস করে যাত্রীদের মধ্যে। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যান। ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশকর্মীরা। জানা গেছে, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক অনুমান […]
দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে নোংরা লাশের রাজনীতি করছে! নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে?
২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ঠিক তার পরের দিন, ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিসব। সেদিনই ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। ২৮-এর মঞ্চে গেরুয়া শিবির এবং এই পরিস্থিতিতে তাদের রাজনীতিকে একহাত নিলেন অভিষেক। মণিপুর, উন্নাও, বদলপুরের প্রসঙ্গ টেনে জোর গলায় প্রশ্ন করলেন, ‘নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে […]
‘সত্য সামনে আসুক, রবিবারের মধ্যে ফাঁসি চাই’, দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আজ, শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে গ্রেফতার করল সিবিআই। এই আবহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা […]